ইউভান চক্রবর্তী। টলিপাড়ার অন্যতম স্টারকিড। যাকে নিয়ে প্রথম থেকেই বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। ছোট থেকেই সকলের নজরে সে হয়ে উঠেছে জনপ্রিয়। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে বলে কথা। ফলে ইউভানকে নিয়ে দর্শক মনে যে এক আলাদা উত্তেজনা থাকবে, তা বলাি বাহুল্য। চোখের সামনে যেন বেড়ে উঠল সে। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী মাঝে মধ্যেই ছেলের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। তার প্রথম স্কুলে যাওয়া, মায়ের সঙ্গে পুজো করা, কিংবা বোন ইয়ালিনির সঙ্গে খেলা করা, ইউভান যেন ছোট থেকেই সোশ্যাল মিডিয়া স্টার। সেই ইউভান এবার দিচ্ছে হুমকি! এ কী বললেন শুভশ্রী?
সম্প্রতি তাঁর আসন্ন ছবি বাবলির প্রচারে তিনি ব্যস্ত। ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই প্রচার মাঝে TV9 বাংলার মুখোমুখি হলেন শুভশ্রী। কথা প্রসঙ্গে ছোট্ট ইউভানের গল্প ভাগ করে নিতে ভুললেন না। শোনালেন এক মজার গল্প। বড় হচ্ছে ইউভান, পর্দায় মাকে নানা চরিত্রে, নানা মেজাজে দেখছে সে। সেগুলো ইউভানের মনে কতটা দাগ কাটে, তারই এক মজার গল্প শোনালেন পর্দার বাবলি।
ঠিক কী ঘটেছিল?
শুভশ্রীর কথায়, একজন লিফটে উঠেছেন, তিনি ইউভানকে চেনেন। তাই বলেছেন, ‘চলো ইউভান আমার বাড়ি চল।’ ও বলছে ‘নাহ, তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ!’ (আমি ওকে গল্প শুনিয়েছি, অচেনাদের সঙ্গে যেতে নেই), তাই ও বলছে, ‘তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ, আমি তোমায় মারব।’ উনি তখন বলছেন, ‘তুমি আমায় মারতে পারবে? তুমি তো ছোট্ট বেবি।’ তখন ইউভান বলছে, ‘জানো আমার মা কে? আমার মা, মা দুর্গা।’
দুর্গা রূপে পর্দায় সে মাকে দেখেছে, তাই তার বিশ্বাস মা-ই মা দুর্গা। পর্দায় আবার কখনও মাকে দুঃখের দৃশ্য করতে দেখলেও সে সরল মনে প্রশ্ন করে ‘তুমি SAD কেন?’ বলেই হাসতে থাকেন শুভশ্রী।
ইউভান চক্রবর্তী। টলিপাড়ার অন্যতম স্টারকিড। যাকে নিয়ে প্রথম থেকেই বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। ছোট থেকেই সকলের নজরে সে হয়ে উঠেছে জনপ্রিয়। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে বলে কথা। ফলে ইউভানকে নিয়ে দর্শক মনে যে এক আলাদা উত্তেজনা থাকবে, তা বলাি বাহুল্য। চোখের সামনে যেন বেড়ে উঠল সে। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী মাঝে মধ্যেই ছেলের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে থাকেন। তার প্রথম স্কুলে যাওয়া, মায়ের সঙ্গে পুজো করা, কিংবা বোন ইয়ালিনির সঙ্গে খেলা করা, ইউভান যেন ছোট থেকেই সোশ্যাল মিডিয়া স্টার। সেই ইউভান এবার দিচ্ছে হুমকি! এ কী বললেন শুভশ্রী?
সম্প্রতি তাঁর আসন্ন ছবি বাবলির প্রচারে তিনি ব্যস্ত। ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই প্রচার মাঝে TV9 বাংলার মুখোমুখি হলেন শুভশ্রী। কথা প্রসঙ্গে ছোট্ট ইউভানের গল্প ভাগ করে নিতে ভুললেন না। শোনালেন এক মজার গল্প। বড় হচ্ছে ইউভান, পর্দায় মাকে নানা চরিত্রে, নানা মেজাজে দেখছে সে। সেগুলো ইউভানের মনে কতটা দাগ কাটে, তারই এক মজার গল্প শোনালেন পর্দার বাবলি।
ঠিক কী ঘটেছিল?
শুভশ্রীর কথায়, একজন লিফটে উঠেছেন, তিনি ইউভানকে চেনেন। তাই বলেছেন, ‘চলো ইউভান আমার বাড়ি চল।’ ও বলছে ‘নাহ, তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ!’ (আমি ওকে গল্প শুনিয়েছি, অচেনাদের সঙ্গে যেতে নেই), তাই ও বলছে, ‘তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ, আমি তোমায় মারব।’ উনি তখন বলছেন, ‘তুমি আমায় মারতে পারবে? তুমি তো ছোট্ট বেবি।’ তখন ইউভান বলছে, ‘জানো আমার মা কে? আমার মা, মা দুর্গা।’
দুর্গা রূপে পর্দায় সে মাকে দেখেছে, তাই তার বিশ্বাস মা-ই মা দুর্গা। পর্দায় আবার কখনও মাকে দুঃখের দৃশ্য করতে দেখলেও সে সরল মনে প্রশ্ন করে ‘তুমি SAD কেন?’ বলেই হাসতে থাকেন শুভশ্রী।