করোনা (covid 19) আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ছেলে এবং পরিবারের সকলের থেকে দূরে থাকতে হচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
‘লভ ফর ইউভান’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শুভশ্রীর একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুভশ্রী জানাচ্ছেন, দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। শুধুমাত্র ইউভানের থেকে দূরে থাকাটা তাঁর কাছে কষ্টের। তাঁর মন খারাপের কারণ। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
ভিডিয়োতেই দেখা গিয়েছে, আইসোলেশনে শুভশ্রীর সঙ্গে রয়েছে পোষ্য সারমেয়। আসলে শুভশ্রীর সারমেয় প্রেমের কথা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। তাঁর পোষ্যের নাম জিলেটো। বিয়ের সময় প্রায় সর্বক্ষণ শুভশ্রীর কোলে দেখা গিয়েছিল সেই পোষ্যকে। এই মনখারাপের দিনেও পোষ্যই সঙ্গী তাঁর।
আরও পড়ুন, ‘ভাল সময় আসছে’, সদর্থক বার্তা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়
চিকিৎসকদের একটা বড় অংশ জানিয়েছেন, পোষ্যদের থেকে করোনা ছড়ানোর কোনও ভয় নেই। এখনও পর্যন্ত তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই পরিস্থিতিতে মন ভাল রাখতে পোষ্যকে সঙ্গে রাখাতে কোনও সমস্যা নেই বলেই মত দিয়েছেন তাঁরা। আপাতত শুভশ্রীর সুস্থ হওয়ার অপেক্ষা। ব্যক্তিগত এবং পেশাদার বেশ কিছু দায়িত্ব রয়েছে তাঁর। সুস্থ হয়ে সে সব কাজে হাত দেবেন তিনি।