শুটিংয়ে ফিরছেন শুভশ্রী, এ বার তিনি সাংবাদিকের ভূমিকায়

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: arunava roy

Mar 11, 2021 | 1:10 PM

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২০২০-তে বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশ এবং শুভশ্রী একটি ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু করোনা আতঙ্ক এবং লকডাউনের কারণে সেই ছবির শুটিং সম্পূর্ণ হয়নি।

শুটিংয়ে ফিরছেন শুভশ্রী, এ বার তিনি সাংবাদিকের ভূমিকায়
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Follow Us

ছেলে অর্থাৎ ইউভানের বয়স পাঁচ মাসের কিছু বেশি। এতদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী (Actress) শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ফের শুটিং ফ্লোরে ফিরছেন তিনি। সূত্রের খবর, বাবা যাদবের ছবির শুটিং চলতি মার্চেই শুরু করবেন শুভশ্রী।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২০২০-তে বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশ এবং শুভশ্রী একটি ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু করোনা আতঙ্ক এবং লকডাউনের কারণে সেই ছবির শুটিং সম্পূর্ণ হয়নি। সেই অসম্পূর্ণ কাজ শেষ করতেই ফের ফ্লোরে ফিরছেন শুভশ্রী।

জানা গিয়েছে, বাবা পরিচালিত ছবিটি রহস্য ঘরানার। ফলে গল্প সম্পর্কে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ কলাকুশলীরা। কিন্তু এই ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী। ইউভানের জন্মের পর এই ছবি দিয়েই ফের কাজ শুরু করছেন অভিনেত্রী।

আরও পড়ুন, প্রথম ‘ভালবাসা’র সঙ্গে আদিদেভ চট্টোপাধ্যায়! কে তিনি?

ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী। আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা। ছেলের জন্মের পর নিজেকে টোনড রাখতে ফের জিমে ফিরেছেন শুভশ্রী। আর রাজ আপাতত নির্বাচনের কাজে ব্যস্ত। দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য হিসেবে যোগদান করেছেন। আসন্ন নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখন থেকেই জোর কদমে ভোট প্রচার শুরু করে দিয়েছেন রাজ।

Next Article