‘অগ্নিদেবকেই দুবার বিয়ে করেছি…’, অবশেষে সত্যিটা সামনে আনলেন রান্নাঘরের সুদীপা

১৫ তম বিবাহবার্ষিকীতে সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, অগ্নিদেবের সঙ্গে তাঁর দাম্পত্যের কথা। লম্বা পোস্টে সুদীপা জানিয়ে দিলেন, স্বামী অগ্নিদেব তাঁকে মানুষ করেছেন!

অগ্নিদেবকেই দুবার বিয়ে করেছি..., অবশেষে সত্যিটা সামনে আনলেন রান্নাঘরের সুদীপা

|

Jul 09, 2025 | 4:34 PM

হঠাৎ করেই মনের কথা আলগা করলেন অভিনেত্রী, সঞ্চালক ও চিত্রনাট্যকার সুদীপা চট্টোপাধ্যায়। ১৫ তম বিবাহবার্ষিকীতে সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, অগ্নিদেবের সঙ্গে তাঁর দাম্পত্যের কথা। লম্বা পোস্টে সুদীপা জানিয়ে দিলেন, স্বামী অগ্নিদেব তাঁকে মানুষ করেছেন!

সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজের সংসারের ঝলক তুলে ধরেন সুদীপা। যেখানে দেখা যায় অগ্নিদেব ও তাঁর দুই সন্তান আকাশ ও আদিদেবকে। তবে এবার অন্য কারও ছবি নয়, বরং নতুন পোস্টে সুদীপা সামনে আনলেন অগ্নিদেব ও সুদীপার অনেক না দেখা ছবি। আর এই ছবির সঙ্গেই লম্বা পোস্টে অগ্নিদেবের সঙ্গে তাঁর সুখের সংসারের কাহিনি লিখলেন সুদীপা।

সুদীপা জানালেন, অগ্নিদেবকেই তিনি দুবার বিয়ে করেছেন। দুই বিয়ের সময়ের ব্যবধান ৫ বছর। আর এই দুবার বিয়ে করার নেপথ্যে রয়েছে এক আধ্যাত্মিক কারণ।

সুদীপা এই লম্বা পোস্টে লিখেছেন কীভাবে স্বামী অগ্নিদেব প্রতিমুহূর্তে তাঁর পাশে থেকেছেন। কোন পোশাক পরা উচিত, কীভাবে কাঁটা চামচ দিয়ে খাওয়া উচিত, এমনকী, তিনি যে ছবির চিত্রনাট্যও লিখতে পারেন, তা সুদীপাকে ধরিয়ে দিয়েছেন অগ্নিদেবই। সোজা কথায় সুদীপা লিখলেন, অগ্নিদেব তাঁকে মানুষ করেছেন।

তবে এখানেই শেষ নয়, সুদীপার কথায়, প্রতি জন্মে- তোমাকেই পাশে পেতে চাই। ইঁদুর,ছুঁচো,মাছ,পাখি,চামচিকে,মানুষ- যা হয়ে জন্মাই, অগ্নিদেভ,তোমাকেই পাশে চাই।