খুদের পরনে ধুতি-পাঞ্জাবি। একটু বিব্রত মুখেই ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। সঙ্গীর পরনে এথনিক ওয়্যার। তিনিও ক্যামেরার দিকে তাকিয়ে। তবে মুখে হাসি। প্রথম জন আদিদেভ চট্টোপাধ্যায়। পরিচালক অগ্নিদেব চট্টেপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) একমাত্র ছেলে। আর দ্বিতীয় জন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree)।
এই দু’জনকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন সুদীপা। সেখানেই তিনি মজা করে জানিয়ছেন, শুভশ্রী নাকি আদিদেভের প্রথম ক্রাশ! ফলে এই ফ্রেমটা স্পেশ্যাল তো হবেই।
শুধু শুভশ্রী নন। মিমি চক্রবর্তীও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে মিমির সঙ্গে হাসিমুখে ছবি তুলতে রাজি হয়নি আদি। সে প্রসঙ্গে সুদীপা লিখেছেন, ‘আদিদেভ তার পুরনো ক্রাশ, বলা ভাল প্রথম ক্রাশের প্রতি অত্যন্ত অনুগত। তবে ওর মিমি-র সঙ্গে যে ভাল ছবি তুলল না, আমি নিশ্চিত বড় হয়ে এটার জন্য ও আফশোস করবে। তবে ও কিন্তু প্রথম ভালবাসার প্রতি অনুগত।’
সুদীপা এই প্রসঙ্গে রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘পরিণীতা’ ছবির উল্লেখ করেছেন। সেই ছবির জনপ্রিয় গান প্রাণ দিতে চাই-এর প্রসঙ্গ লিখেছেন তিনি। মজা করে লিখেছেন, শুভশ্রীকে দেখে নাকি আদিদেভের ‘প্রাণ দিতে চাই’-এর মতো অবস্থা!
আরও পড়ুন, করোনার টিকা নিলেন রচনা, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
সম্পূর্ণ মজার মোড়কে চমৎকার একটি ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সুদীপা। দিন কয়েক আগে ‘জি বাংলা সোনার সংসার’ অনুষ্ঠানে শুভশ্রীর সঙ্গে দেখা হয় তাঁর। আর ছেলের সঙ্গে শুভশ্রীর ছবি তিনি মিস করতে চাননি।
শুভশ্রী এবং রাজের ছেলে যুবানের বয়স পাঁচ মাসের কিছু বেশি। এ বার আদিদেভের সঙ্গে তার বন্ধুত্ব হওয়ার অপেক্ষা। সেই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন সোশ্যাল অডিয়েন্স।