সুহানা খানকে নিয়ে ডিনারে গেলেন শ্বেতা বচ্চন, শাহরুখকন্যাকে পুত্রবধূ হিসেবে মেনে নিলেন?

নিজে মুখে স্বীকার না করলেও, গোটা বলিউড জানে, শাহরুখকন্য়া সুহানা খান ও অমিতাভ কন্যা শ্বেতা বচ্চনের ছেলে আগস্ত্যা নন্দা জমিয়ে প্রেম করছেন।

সুহানা খানকে নিয়ে ডিনারে গেলেন শ্বেতা বচ্চন, শাহরুখকন্যাকে পুত্রবধূ হিসেবে মেনে নিলেন?
Image Credit source: Instagram

|

Mar 07, 2025 | 1:10 PM

নিজে মুখে স্বীকার না করলেও, গোটা বলিউড জানে, শাহরুখকন্য়া সুহানা খান ও অমিতাভ কন্যা শ্বেতা বচ্চনের ছেলে আগস্ত্যা নন্দা জমিয়ে প্রেম করছেন। মুম্বইয়ের একদিক-ওদিক তাঁদের তো দেখাই যায় হামেশা। শুধু তাই নয়, গত বছর বর্ষবরণে তো একান্তে কাটিয়ে ছিলেন আগস্ত্যা ও সুহানা। আর এবার তো সেই প্রেমেই যেন সিলমোহর দিলেন আগস্ত্যার মা শ্বেতা। সুহানা ও আগস্ত্যাকে নিয়ে ডিনারে গিয়েই সবার নজরে পড়লেন শ্বেতা।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, শ্বেতা বচ্চন, সুহানা খান ও আগস্ত্যা একটি রেস্তরাঁ থেকে বের হচ্ছেন। খুশি খুশি মেজাজে সুহানাকে আগলে রেখেছেন শ্বেতা। হাসিখুশি মেজাজে দেখা গেল আগস্ত্যা নন্দাকেও।

বেশ কয়েক বছর আগে শোনা গিয়েছিল, বিগ বি ও শাহরুখের মধ্যে নাকি বেশ কয়েকটি কারণে ঠান্ডা লড়াই রয়েছে। তবে এই লড়াই নিয়ে স্পষ্ট কখনও মুখ খোলেননি তাঁরা। তারপর খবরে আসে, অমিতাভের নাতি আগস্ত্য়ার সঙ্গে সুহানার প্রেম! এমনকী, দুজন তো একসঙ্গে দ্য আর্চিস সিরিজেও অভিনয় করেছেন। নিন্দুকরা বলেন, মেয়ে সুহানার হাত ধরেই নাকি অমিতাভের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান শাহরুখ। আর আগস্ত্যা ও সুহানার প্রেমের শুভ পরিণতি যদি বিয়ে হয়, তাহলে খান ও বচ্চন পরিবারের সম্পর্ক আরও অটুট হবে। তবে এসব রটলেও, এই নিয়ে মুখ খোলেননি কেউই।