‘তোমার মতো সুন্দর কোমর পেতে চাই’, কে বললেন সুহানাকে?

Dec 19, 2020 | 2:31 PM

তাঁর স্টাইল স্টেটমেন্ট ইতিমধ্যেই সাড়া ফেলেছে বি-টাউনে। মেদহীন শরীর, ডিজাইনার ড্রেসে তাঁর ইনস্টা আপডেট এখন 'টক অব দ্য টাউন'।

Follow Us

বলিউডি অভিষেকের জন্য পুরদস্তুর তৈরি শাহরুখ কন্যা সুহানা খান (suhana khan)। তাঁর স্টাইল স্টেটমেন্ট ইতিমধ্যেই সাড়া ফেলেছে বি-টাউনে। মেদহীন শরীর, ডিজাইনার ড্রেসে তাঁর ইনস্টা আপডেট এখন ‘টক অব দ্য টাউন’। এ বার সুহানার কাছে সোশ্যাল মিডিয়ায় আবদার এল তাঁর মতো ওয়েস্টলাইন পাওয়ার। আবদার করলেন কে?

কিছু দিন আগেই বডি হাগিং টপ আর স্লিম ফিট টপে নিজের ছবি পোস্ট করেছিলেন সুহানা। খোলা চুল, হাসি খেলে যাচ্ছে চোখে-মুখে। সেই ছবিতেই উড়ে এল সেই কমেন্ট, “এ রকম একটা কোমর পেতে পারি?” যিনি কমেন্ট করলেন তিনি আর কেউ নন, সুহানার বেস্টফ্রেন্ড শানায় কপূর। সঞ্জয় কপূরের মেয়ে, বলিউডের আর এক স্টার কিড।


উত্তর দিলেন সুহানাও। শানায়াকে আদর করে ‘সুস’ ডাকেন তিনি। ভালবাসার দুই ইমোজি দিয়ে সুহানার উত্তর, “হেহেহে, সুশ…”। প্রিয় বন্ধুকে তাঁর মতো সুন্দর ফিগার পেতে কি তবে আজ থেকেই টিপস দেওয়া শুরু করবেন সুহানা? ইনস্টা বলছে, তা অসম্ভব নয়। সুহানা যে অভিনেত্রী হতে চান সে কথা বাবা শাহরুখও বারেবারে বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। অন্যদিকে ছেলে আরিয়াম এখনও সে সব কিছু ভাবেননি। যদিও ইতিমধ্যেই ‘সিম্বা’ ছবির হিন্দি ভার্সনে ভয়েস ওভার দিয়েছেন তিনি। পিছিয়ে নেই সুহানাও। গত বছর এক বন্ধুর শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’। ১০ মিনিটের ওই শর্ট ফিল্মে সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। যদিও বলিউডে তাঁকে কবে দেখা যাবে তা নিয়ে চলছে জল্পনা।

&nbsp
মাস দু’য়েক আগে গায়ের রঙ নিয়ে অবিরাম ট্রোলের কারণে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন সুহানা। ‘কালো বিড়াল’, ‘কালো ডাইনি’… ইত্যাদি নানা মন্তব্য যে বারো বছর বয়স থেকেই তাঁকে শুনতে হয়েছে সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি। সুহানা তাঁর সেই পোস্টে লিখেছিলেন, “ভারতবাসী হিসেবে আমারা স্বাভাবিক নিয়মেই শ্যামলা। হাজার চেষ্টা করলেও আমরা মেলানিনকে এড়িয়ে নিজেকে ফর্সা করতে পারব না। আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং আমি শ্যামবর্ণ। আমি নিজেকে নিয়ে খুশি। আপনারও তাই হওয়া উচিত।’’

বলিউডি অভিষেকের জন্য পুরদস্তুর তৈরি শাহরুখ কন্যা সুহানা খান (suhana khan)। তাঁর স্টাইল স্টেটমেন্ট ইতিমধ্যেই সাড়া ফেলেছে বি-টাউনে। মেদহীন শরীর, ডিজাইনার ড্রেসে তাঁর ইনস্টা আপডেট এখন ‘টক অব দ্য টাউন’। এ বার সুহানার কাছে সোশ্যাল মিডিয়ায় আবদার এল তাঁর মতো ওয়েস্টলাইন পাওয়ার। আবদার করলেন কে?

কিছু দিন আগেই বডি হাগিং টপ আর স্লিম ফিট টপে নিজের ছবি পোস্ট করেছিলেন সুহানা। খোলা চুল, হাসি খেলে যাচ্ছে চোখে-মুখে। সেই ছবিতেই উড়ে এল সেই কমেন্ট, “এ রকম একটা কোমর পেতে পারি?” যিনি কমেন্ট করলেন তিনি আর কেউ নন, সুহানার বেস্টফ্রেন্ড শানায় কপূর। সঞ্জয় কপূরের মেয়ে, বলিউডের আর এক স্টার কিড।


উত্তর দিলেন সুহানাও। শানায়াকে আদর করে ‘সুস’ ডাকেন তিনি। ভালবাসার দুই ইমোজি দিয়ে সুহানার উত্তর, “হেহেহে, সুশ…”। প্রিয় বন্ধুকে তাঁর মতো সুন্দর ফিগার পেতে কি তবে আজ থেকেই টিপস দেওয়া শুরু করবেন সুহানা? ইনস্টা বলছে, তা অসম্ভব নয়। সুহানা যে অভিনেত্রী হতে চান সে কথা বাবা শাহরুখও বারেবারে বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। অন্যদিকে ছেলে আরিয়াম এখনও সে সব কিছু ভাবেননি। যদিও ইতিমধ্যেই ‘সিম্বা’ ছবির হিন্দি ভার্সনে ভয়েস ওভার দিয়েছেন তিনি। পিছিয়ে নেই সুহানাও। গত বছর এক বন্ধুর শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’। ১০ মিনিটের ওই শর্ট ফিল্মে সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। যদিও বলিউডে তাঁকে কবে দেখা যাবে তা নিয়ে চলছে জল্পনা।

&nbsp
মাস দু’য়েক আগে গায়ের রঙ নিয়ে অবিরাম ট্রোলের কারণে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন সুহানা। ‘কালো বিড়াল’, ‘কালো ডাইনি’… ইত্যাদি নানা মন্তব্য যে বারো বছর বয়স থেকেই তাঁকে শুনতে হয়েছে সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি। সুহানা তাঁর সেই পোস্টে লিখেছিলেন, “ভারতবাসী হিসেবে আমারা স্বাভাবিক নিয়মেই শ্যামলা। হাজার চেষ্টা করলেও আমরা মেলানিনকে এড়িয়ে নিজেকে ফর্সা করতে পারব না। আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং আমি শ্যামবর্ণ। আমি নিজেকে নিয়ে খুশি। আপনারও তাই হওয়া উচিত।’’

Next Article