নিউইয়র্কে বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়ে অনুশোচনা শাহরুখ-কন্যা সুহানার, কেন?

Feb 21, 2021 | 12:31 PM

অনুশোচনার কারণ নিজেই ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ওই স্টারকিড। সঙ্গে আবার জুড়েছেন 'স্যাড ইমোজি'।

নিউইয়র্কে বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়ে অনুশোচনা শাহরুখ-কন্যা সুহানার, কেন?
বন্ধুর সঙ্গে সুহানা।

Follow Us

বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়েছিলেন সুহানা। কিন্তু সেই পার্টিতে গিয়েই যে তাঁকে অনুশোচনা করতে হবে তা বোধহয় নিজেও বুঝতে পারেননি শাহরুখ কন্যা। অনুশোচনার কারণ নিজেই ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ওই স্টারকিড। সঙ্গে আবার জুড়েছেন ‘স্যাড ইমোজি’।

সুহানার ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে আগুন রঙা পার্টি লাইটে বন্ধুর সঙ্গে পোজ দিয়েছেন সুহানা। পরেছেন হাইনেক স্লিভ্লেস টপ, হাইওয়েস্ট ট্রাউসারস। সঙ্গে কালো রঙের ফ্ল্যাট জুতো। অন্যদিকে সুহানার বান্ধবীটি পরেছেন ফুলস্লিভ টপ, কারগো প্যান্ট সঙ্গে হাই হিলস। আর সেখানেই অনুশোচনা সুহানার। ছবিই বলে দিচ্ছে বন্ধুর তুলনায় উচ্চতায় বেশ খানিকটা কমই দেখাচ্ছে তাঁকে। আর যে কারণেই স্টোরিতে সুহানার ক্যাপশন, “আমার হিল পরা উচিত ছিল”।

 

 

সুহানার ইনস্টা স্টোরির স্ক্রিনশট

সুহানা খানের উচ্চতা মাঝারি।  ৫ ফুট ৩ ইঞ্চির কাছাকাছি। যদিও মাত্র ২০ বছরেই স্টাইল স্টেটমেন্টে নজর কেড়েছেন তিনি। হয়ে উঠেছেন ‘ইউথ ফ্যাশন আইকন’। এই মুহূর্তে নিউ ইয়র্কে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনার জন্য রয়েছেন সুহানা। সেখান থেকেই ওই ছবি শেয়ার করেছেন তিনি। গত মাসে বাবা শাহরুখ এবং ভাই আব্রাম সুহানাকে সি-অফ করতে মুম্বই এয়ারপোর্টে এসেছিলেন। লাক্সারি স্পোর্টস কার-এ খান পরিবারের সেই মুহূর্ত ধরা পড়েছিল পাপারাৎজির ক্যামেরায়।

 

 

Next Article