সত্যজিৎ রায়কে চিঠি লিখে এক বিশেষ আবদার করেছিলেন সুজয় ঘোষ, উত্তরে পরিচালক যা লিখেছিলেন তা অকল্পনীয়

২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন। তাঁর অনুরাগীরা এদিন নিজেদের মতো করে প্রিয় পরিচালকের স্মৃতিচারণায় বুঁদ। কিন্তু কাহানি খ্যাত বলিউডে বাঙালি পরিচালক সুজয় ঘোষ, প্রিয় পরিচালকের জন্মদিনে এমন কাহানি সামনে আনলেন, যা অবাক করে দেওয়ার মতো।

সত্যজিৎ রায়কে চিঠি লিখে এক বিশেষ আবদার করেছিলেন সুজয় ঘোষ, উত্তরে পরিচালক যা লিখেছিলেন তা অকল্পনীয়

|

May 02, 2025 | 5:23 PM

২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন। তাঁর অনুরাগীরা এদিন নিজেদের মতো করে প্রিয় পরিচালকের স্মৃতিচারণায় বুঁদ। কিন্তু কাহানি খ্যাত বলিউডে বাঙালি পরিচালক সুজয় ঘোষ, প্রিয় পরিচালকের জন্মদিনে এমন কাহানি সামনে আনলেন, যা অবাক করে দেওয়ার মতো। এক্স প্রোফাইলে সুজয় জানালেন, একবার সত্যজিৎ রায়কে চিঠি লিখেছিলেন সুজয়। করেছিলেন এক বিশেষ আবদারও। কিন্তু তারপরেই যা ঘটে, তা এখনও ভুলতে পারেননি সুজয়।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা ১৯৮৯। সেই সময় ভারতে নয়, বরং ইংল্যান্ডে পড়াশুনোর জন্য থাকতেন সুজয়। সেই সময়ই সাহস করে সত্যজিৎকে চিঠি লিখেছিলেন সুজয়। আর সঙ্গে করেছিলেন এক আবদার। সুজয় সত্যজিৎকে জানিয়ে ছিলেন, তিনি আঁকা শিখতে চান তাঁর কাছে। এমনকী, চিঠিতে সত্যজিৎকে জানিয়ে ছিলেন, আঁকা শেখার পরিবর্তে পরিচালকের হয়ে যেকোনও কাজ করতে রাজি তিনি।

এর উত্তরও দিয়েছিলেন সত্যজিৎ। তবে তা ছিল প্রত্যাখ্যানপত্র। স্পষ্টই সত্যজিৎ জানিয়ে ছিলেন, তাঁর পক্ষে এমনটা করা সম্ভব নয়। সঙ্গে সত্যজিৎ জানিয়ে ছিলেন, আমার নিজস্ব কোনও সংস্থা নেই। যেখানে আমি কাজ দিতে পারব। আমি নিজেই পারিশ্রমিকের বিনিময়ে প্রযোজকদের সঙ্গে কাজ করি। তাই আপনাকে কোনও রকম সাহায্য করতে পারব না। আমি দুঃখিত।

সত্যজিতের থেকে প্রত্যাখ্যানপত্র পেয়েও খুশি হয়েছিলেন সুজয়। কেননা, চিঠিটি সত্যজিৎ লিখেছিলেন নিজের হাতে এবং চিঠি শেষে তাঁর সইও ছিল। সেই চিঠি এখনও যত্নে রেখেছেন পরিচালক।