গোবিন্দা নিজেকে ধ্বংস করছে! ভয়ানক সত্য সামনে আনলেন স্ত্রী সুনীতা

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা তাঁদের দাম্পত্য কলহের কথা সামনে এনেছিলেন। স্পষ্ট বলেছিলেন গোবিন্দা ও তিনি আলাদাই থাকেন। এমনকী, গোবিন্দা যে পরকীয়ায় যুক্ত রয়েছেন সেই দাবিও করেছিলেন সুনীতা।

গোবিন্দা নিজেকে ধ্বংস করছে! ভয়ানক সত্য সামনে আনলেন স্ত্রী সুনীতা

|

May 13, 2025 | 3:22 PM

গোবিন্দা- সুনীতা আহুজা। বলিউডের নজরকাড়া জুটি। ৩৭ বছর দাম্পত্য কাটিয়ে, তাঁরা এখনও একেবারে ‘রব নে বনাদি জোড়ি’। হ্যাঁ, এতদিন অনুরাগীরা এমনটাই মনে করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা তাঁদের দাম্পত্য কলহের কথা সামনে এনেছিলেন। স্পষ্ট বলেছিলেন গোবিন্দা ও তিনি আলাদাই থাকেন। এমনকী, গোবিন্দা যে পরকীয়ায় যুক্ত রয়েছেন সেই দাবিও করেছিলেন সুনীতা। তবে এবার গোবিন্দাকে নিয়ে আরও এক ভয়ানক কথা সামনে আনলেন গোবিন্দার স্ত্রী।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সিনেমা থেকে বহুদিন ধরেই দূর রয়েছেন গোবিন্দা। তবে মাঝে মধ্যে নানা রিয়ালিটি শোয়ে তাঁকে দেখা গেলেও, গোবিন্দা ইদানীং নিজেকে ঘরেই আটকে রাখেন। স্ত্রী সুনীতা এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন, নয়ের দশকে বলিউডের রাজা ছিলেন গোবিন্দা। সঠিক অর্থেই হিরো নাম্বার ওয়ান ছিলেন। কিন্তু এখন ২০০৫ সাল, সেই রাজত্ব আজ নেই। একথা গোবিন্দা বিশ্বাস করতে চান না। নিজের ছন্দেই রয়েছেন।

এই সাক্ষাৎকারে সুনীতা আরও জানান, গোবিন্দার বয়সেই অনেকেই আজও কাজ করছেন চুটিয়ে। কিন্তু গোবিন্দা ঘরে নিজেকে বন্দি করে রেখেছেন। সারদিন শুধুই ড্রিঙ্ক করছেন। নিজেকে ধ্বংস করছেন। অনেকবার বলেছিলাম, মেকওভার করে কামব্যাক করতে। কিন্তু চোখের উপর দেখছি গোবিন্দা নিজেকে শেষ করে দিচ্ছেন।

সুনীতার এই মন্তব্যেই বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু। সেই কারণেই এমন মন্তব্য করেছেন সুনীতা। তবে বিচ্ছেদের এই গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দার স্ত্রী।