বাচ্চাদের জন্মদিন বলে কথা! মা কি পারে বাচ্চাদের জন্মদিন ভুলে সারাদিন কাজে ডুবে থাকতে? সানি লিওনিও পারেননি।
গতকাল সানির এম টিভির একটি শো–এর সারাদিন শুট ছিল কেরালায়। আবার কালই ছিল সানির যমজ দুই সন্তানের জন্মদিনও। মায়ের মন বলে কথা! শুট থেকে সোজা চলে এসেছিলেন বাচ্চাদের কাছে। কেরালাতেই ছোট করে বার্থ ডে পার্টি দিলেন ‘মা’ সানি লিওনি। অবশ্য সেই পার্টি খুবই ঘরোয়া। ছেলে–মেয়ে আর স্বামীকে নিয়েই বার্থ ডে পার্টি করলেন তিনি। সানির দুই যমজ ছেলে কাল ৩ বছরে পা দিল।
সানি লিওনির ভরা সংসার। স্বামী ড্যানিয়েল এবং সানির দুই যমজ ছেলে, আশের আর নোয়া এবং এক মেয়ে নিশা। মেয়ে অবশ্য বড়। ২০১৭তে নিশাকে দত্তক নিয়েছিলেন তাঁরা। আর যমজ দুই ছেলের জন্ম সারোগেসির মাধ্যমে। এই যমজ দুই ছেলেই কাল তিন বছরে পা দিল। স্বাভাবিকভাবেই আপ্লুত ‘মা’ সানি লিওনি। নিজের ইনস্টাতে আবেগ তাড়িত হয়ে ‘মা’ সানি লিখেছেন “ আমার ছোট্ট সোনারা এখন ৩! তোরা দু’জনেই খুব আলাদা কিন্তু খুব মিষ্টি, সুন্দর আর বুদ্ধিমান। আমার বিশ্বাসই হচ্ছে না কীভাবে যেন তিনটে বছর কেটে গেল। প্রতিটাদিন তোরা আমায় অবাক করে দিস!”
আরও পড়ুন:রণবীর শোরে এবং কঙ্কনা সেনশর্মা কি আর একসঙ্গে কাজ করবেন? কী বললেন রণবীর শোরে?
সানি লিওনি এখন তারিয়ে তারিয়ে মাতৃত্বকে উপভোগ করছেন। তিনি আরও লিখেছেন “ তোদের মত তিনজন ছেলে–মেয়ে পেয়ে আমি ধন্য। তোদের মুখে ‘মাম্মা, আই লাভ ইউ’ শুনলেই আমার সমস্ত ক্লান্তি,টেনশন সব মুছে যায়। আমি তোদের খুব খুব ভালবাসি।” বার্থ ডে পার্টিতে বাইরের লোক বলতে শুধু ছিলেন এম টিভির শো–এর কো–হস্ট রণবিজয়।