
সানি লিয়নের কাণ্ড দেখুন! তিনি ব্য়াপারটা যে এমন ঘটাবে, তা ফ্য়াশন শোয়ে হাজির হওয়া অগণিত মানুষ বুঝতেই পারেননি। কিন্তু যখন ঘটল তখন সব্বাই হতবাক। লোকে অবশ্য ভেবেছিলেন সানি লিয়ন বলে কথা, ফ্যাশন শোয়ে নতুন কিছু ঘটবে, সানি লিয়ন চমকও দেবেন। তবে সানি যে কন্ডোম পরে হাজির হবেন, তা যেন স্বপ্নেও ভাবেননি কেউই।
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি বিশেষ ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন ডিজাইনার অ্যাশলে রেবেলো। আর সেখানেই এইডস নিয়ে সচেতনা বাড়াতে এক অভিনব পন্থা নিলেন সানি লিয়ন। তাঁর পোশাকে দেখা মিলল একাধিক কন্ডোম।
এই ফ্যাশন শোয়ে সানি লিয়নের পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের ওভারস্কার্ট। পোশাক সেজে উঠেছিল ছোট ছোট আয়নার কাজে। এমন পোশাকেই ফ্যাশন শোয়ে মঞ্চে হাজির হলেন অভিনেত্রী। র্যাম্পের সামনের দিকে সানি আসতেই চমক। চট করে সরিয়ে দিলেন গোলাপি স্কার্ট। প্রকাশ্যে এল স্কার্টের ভিতরে থাকা আরেকটি রুপোলি রঙের মিনি স্কার্ট। আর সেই স্কার্টেই আটকানো একাধিক কন্ডোম। সানির এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
সানির কথায়, এই পোশাকের মধ্যে দিয়েই বার্তা দেওয়া হয়েছে, বাইরে চাকচিক্য যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব দেওয়া উচিত সুরক্ষা বা প্রোটেকশনে। আর এটা বোঝাতেই স্কার্টের ভিতর আরেকটি স্কার্ট পরানো হয়েছে। যেখানে রয়েছে কন্ডোম।