মথুরাতে নিষিদ্ধ সানি লিওন! অভিনেত্রীর সঙ্গে হঠাৎ কী ঘটল?

এক বিলাসবহুল হোটেলে আয়োজিত হতে চলা বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। স্থানীয় সাধু-সন্ত ও ধর্মীয় সংগঠনগুলোর প্রবল প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ২০২৬ সালের ওই বর্ষবরণ অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

মথুরাতে নিষিদ্ধ সানি লিওন! অভিনেত্রীর সঙ্গে হঠাৎ কী ঘটল?

|

Dec 31, 2025 | 4:50 PM

নববর্ষের প্রাক্কালে ব্রজভূমির পবিত্রতা রক্ষায় উত্তাল হয়ে উঠল উত্তরপ্রদেশের মথুরা। এক বিলাসবহুল হোটেলে আয়োজিত হতে চলা বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। স্থানীয় সাধু-সন্ত ও ধর্মীয় সংগঠনগুলোর প্রবল প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ২০২৬ সালের ওই বর্ষবরণ অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

২০২৬ সালকে স্বাগত জানাতে মথুরার একটি বারে সানি লিওনের এই বিশেষ পারফরম্যান্সের পরিকল্পনা করা হয়েছিল। অনুষ্ঠানটির ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন মথুরার ধর্মগুরুরা। তাঁদের দাবি ছিল, মথুরা বা ব্রজভূমি একটি পবিত্র আধ্যাত্মিক স্থান, সেখানে এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী।

সোমবার ‘শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাস’-এর পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি চিঠি দিয়ে অনুষ্ঠানটি বাতিলের দাবি জানানো হয়। প্রবল জনরোষ এবং ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে প্রশাসন ও উদ্যোক্তারা শেষ পর্যন্ত পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন।

শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার মূল আবেদনকারী তথা ধর্মগুরু দিনেশ ফালহারি ধর্মাচার্য বলেন, “ব্রজভূমি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং সাধকদের তপোভূমি। যেখানে স্বয়ং ঈশ্বর মহারাস লীলা করেছেন, সেখানে এই ধরনের অনুষ্ঠান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন আমাদের অনুভূতি বুঝতে পেরে অনুষ্ঠানটি বাতিল করায় আমরা কৃতজ্ঞ।”

হিন্দু সংগঠনের নেতা গিররাজ সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “ব্রজভূমির মানুষের পক্ষ থেকে আমি উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাই। সরকার সাধু-সন্ত এবং সাধারণ মানুষের আবেগের মর্যাদা দিয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বছরের শেষ লগ্নে এসে এই অনুষ্ঠান বাতিল হওয়াকে নিজেদের বড় জয় হিসেবে দেখছেন মথুরার ধর্মপ্রাণ মানুষ।