AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিচালনার পর এবার শিলাদিত্যর অন্য পরিচয়, কী জানেন?

বয়স ৪০। এখনও ফোকাসে কেরিয়ার। বিয়ের পরিকল্পনা কি করবেন না?

পরিচালনার পর এবার শিলাদিত্যর অন্য পরিচয়, কী জানেন?
শিলাদিত্য মৌলিক।
| Updated on: Jan 07, 2021 | 7:16 PM
Share

পরিচালক হিসেবে তাঁর পরিচয় আগেই পেয়েছেন দর্শক। এবার গায়ক হিসেবে পরিচিত হলেন শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। প্রথম বাংলা ছবি ‘সোয়েটার’-এ শিলাদিত্যের কাজ ভাল লেগেছিল দর্শকের। তবে তিনি যে গানেও পারদর্শী তা হয়তো অনেকেরই জানা ছিল না। সৌম্য রীতের অ্যারেঞ্জমেন্টে ‘সুরমাইয়ে আঁখিয়ো মে’ গাইলেন শিলাদিত্য। গতকাল সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই গান।

“এর আগে সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্যের মিউজিক কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট ‘তুই আয়’ নামের একটা অরিজিনাল গান গেয়েছিলাম। তবে কভারে এই প্রথম গাইলাম। একটা ঘরোয়া আড্ডায় সাহেবদার (চট্টোপাধ্যায়) সঙ্গে এই গানটা গেয়েছিলাম। সেটা শুনেই সৌম্য রীত এই গানটা গাওয়ার প্রস্তাব দেয়। খুব সিরিয়াসলি কাজ করেছে ও। শুটটাও খুব ভাল হয়েছে,” বললেন শিলাদিত্য।

আরও পড়ুন, ‘ভুতু’, ‘পটল’-এর পর ফের ‘মা’ হলেন অনিন্দিতা

শিলাদিত্য জানালেন, তাঁর মা গান করেন। মায়ের কাছ থেকেই গান শেখা। এখনও বাড়িতে সময় পেলেই তানপুরা নিয়ে রেওয়াজে বসেন তিনি। তাহলে পরিচালক কি ভবিষ্যতে ছবিতে প্লেব্যাক করবেন? শিলাদিত্যর উত্তর, “আমার গলাটা তো একটু অন্যরকম, সেটা যদি কেউ ব্যবহার করতে চান, নিশ্চয়ই আমি করব।”

সৌম্য রীত শেয়ার করলেন, “সদমা-র এই গানটা শিলাদিত্যর গলায় রিক্রিয়েট করতে পেরে আমার সত্যিই ভাল লাগছে। আমি সম্মানিত। ওর মিউজিক সেন্স খুব ভাল। এই কাজটার পর ওঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।”

আরও পড়ুন, মিথিলা এবার ‘রাজনীতিবিদ’, কিন্তু কোথায়?

শিলাদিত্যর হাতে এই মুহূর্তে রয়েছে ‘ছেলেধরা’র মতো ছবি। প্রি-প্রোডাকশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু নিউ নর্মালে এখনও শুটিং শুরু করতে পারেননি। ওয়েব প্ল্যাটফর্মে কিছু কাজের কথা চলছে। কিন্তু এখনই সে সব খোলসা করতে চাইলেন না তিনি।

বয়স ৪০। এখনও ফোকাসে কেরিয়ার। বিয়ের পরিকল্পনা কি করবেন না? হাসতে হাসতে শিলাদিত্য শেয়ার করলেন, “বাবা-মাও বাড়িতে এই কথাই বলছে। বিয়ে তো করবই। দেখা যাক…।”

আরও পড়ুন, সুদীপ্তার বাড়ির ছাদে সুমনের ‘মাস্টার’ ক্লাস