নতুন কাজে সব সময়ই আগ্রহী সুস্মিতা সেন (Sushmita Sen)। সিনেমার দীর্ঘ কেরিয়ারের পর তাই অনেক ভেবেচিন্তুে ওয়েব ডেবিউ করেন তিনি। ‘আরিয়া’। সুস্মিতার প্রথম ওয়েব সিরিজ। দর্শক মহলে প্রশংসা পেয়েছিল সুস্মিতার কাজ। কিন্তু তাঁর পরের কাজ কী?
বলি মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ডিজনি হটস্টার সুস্মিতার সঙ্গে ‘আরিয়া’র দ্বিতীয় সিজন নিয়ে কাজ করতে আগ্রহী। পরিচালক রাম মাধবানী থাকবেন পরিচালনার দায়িত্বে। কিন্তু আটকাচ্ছে বাজেটে। অর্থাৎ ‘আরিয়া’র পরে নাকি এতটাই পারিশ্রমিক বাড়িয়েছেন সুস্মিতা, যে তাঁর সঙ্গে কাজ করা কঠিন হয়ে উঠছে অনেকেরই। যদিও পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
আরও পড়ুন, প্রথম জন্মদিনে মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে এলেন শিল্পা
শোনা যাচ্ছে, ‘আরিয়া’র পর নাকি ঘনিষ্ঠ মহলে পারিশ্রমিক বৃদ্ধির ইচ্ছে প্রকাশ করেন সুস্মিতা। আস্থাভাজনদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পারিশ্রমিক স্থির করেছেন তিনি। কিন্তু তা নাকি এতটাই বেশি যে, এই মুহূর্তে সুস্মিতাকে নিয়ে কাজ করতে গিয়ে বাজেটের সমস্যায় পড়তে হচ্ছে প্রযোজকদের। করোনা পরবর্তী সময়ে সব জায়গা থেকেই খরচ কমানোর চেষ্টা চলছে। ফিল্ম ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়। সে কারণেই এই সমস্যা বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
আরও পড়ুন, দেব নন, রুক্মিণীর ভ্যালেন্টাইন অন্য কেউ!
সূত্রের খবর, হটস্টারের তরফে এই মুহূর্তে ‘আরিয়া’র দ্বিতীয় সিজনের শুটিং স্থগিত রাখা হয়েছে। রাম মাধবানি বরং কার্তিক আরিয়ানকে নিয়ে একটি ছবির প্রি-প্রোডাকশন শুরু করেছেন। সেক্ষেত্রে সুস্মিতার সঙ্গে তাঁরা পরের বছর ‘আরিয়া’র পরবর্তী সিজনের শুটিং করবেন বলে খবর।