‘সে যেন দিনরাত…’, হবু স্বামীর কাছে আজব আবদার সুস্মিতা সেনের

ঠিক এমনটাই যেন ঘটেছে সুস্মিতা সেনের সঙ্গে। হাজার বার মন ভেঙে, সুস্মিতা তাঁর হাঁটুর বয়সি প্রেমিকের সঙ্গে সম্পর্কে একবার পড়ছেন, তো কয়েক বছর বাদেই ব্রেকআপ।

সে যেন দিনরাত..., হবু স্বামীর কাছে আজব আবদার সুস্মিতা সেনের

|

Aug 02, 2025 | 4:43 PM

বয়স তাঁর ৪৯। কিন্তু তাঁর রূপ ও আবেদনে এখনও কোনও খামতি। তিনি যে সত্য়িই মিস ইউনিভার্স, তা এখনও প্রমাণ করেন তাঁর আদবকায়দায়। তবে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর! ঠিক এমনটাই যেন ঘটেছে সুস্মিতা সেনের সঙ্গে। হাজার বার মন ভেঙে, সুস্মিতা তাঁর হাঁটুর বয়সি প্রেমিকের সঙ্গে সম্পর্কে একবার পড়ছেন, তো কয়েক বছর বাদেই ব্রেকআপ। বয়ষ্ক পুরুষ ব্যবসায়ীর সঙ্গে কখনও আবার একান্ত সময় কাটাচ্ছেন তো, কখনও আবার সব কিছু ছেড়ে দিয়ে পুরনো প্রেমিকের কাছে ফিরে আসা। প্রেম, বিয়ে নিতে তাঁর মন টালমাটাল। তবে এবার সুস্মিতা ঠিক করেই ফেললেন, বিয়ে করবেন। তবে পাত্রের কাছে রাখলেন একটাই শর্ত।

হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানালেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।

সুস্মিতা আরও বললেন, শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।

সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। আবার মন দিয়েছিলেন পরিচালক বিক্রম ভাটকে। সম্প্রতি তো নাম জুড়েছিল ললিত মোদিরও সঙ্গেই। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা। তাঁর সেই পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে।