রেনি সেন। পরিচয়ে সুস্মিতা সেনের বড় মেয়ে। স্টারকিড হওয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তাঁর নিত্যদিনের সঙ্গী। এ বার ট্রোলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রেনি।
মঙ্গলবার নিজের ইনস্টা স্টোরিতে রেনি লেখেন, “ওদেরকে জাজ করতে দাও। ওদেরকে তোমায় ভুল বুঝতে দাও। ওদের মতামত তোমার সমস্যা নয়। তুমি নিজে ভালবাসার প্রতি কমিটেড থাক। ওরা যাই বলুক, যাই করুক… তুমি তোমার মূল্যের বিচার কোরো না। যেমন রয়েছ তেমনই থেকো।”
স্টারকিড হওয়া সত্ত্বেও ইউটিউবে এক শর্টফিল্মের মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছেন রেনি। ছবির নাম ‘সুট্টাবাজি’। মায়ের পরিচয়ে নয়, নিজের পরিচয়েই বলিউডে পরিচিত হতে চান তিনি। তিনি সুস্মিতা সেনের দত্তক কন্যা। তা নিয়েও ইনস্টাগ্রামে তাঁকে একজন প্রশ্ন করেছিলেন, তাঁর জন্মদাত্রী মায়ের পরিচয় তিনি জানেন কিনা। রেনি বলেছিলেন, “আমি আমার মায়ের হৃদয়ে জন্মেছি। আর এটাই আমার কাছে যথেষ্ট।”
বলিউড ডেবিউ নিয়ে রেনির বক্তব্য, “মা বলল, তুমি অভিনয় করতে চাও। খুব ভাল। কিভাবে করবে নিজেই ঠিক কর। আমি এই পেশার অনিশ্চয়তা সম্পর্কে জানি। আমি নিজেই নিজেকে গড়তে চাই। আমি পরিচালকদের কাছে যাব। সুট্টাবাজি ছবিটি দেখাব। তাঁদের ছবির জন্য কাজ চাইব।” ‘সুট্টাবাজি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। বলিউডের বিগ প্রজেক্টে রেনির ভাগ্যের শিকে ছিঁড়বে কী? তা অবশ্য বলবে সময়।