সুস্মিতার স্বপ্নপূরণ করতে চাকরি ছেড়েছিলেন প্রথম বয়ফ্রেন্ড! জানেন সেই প্রেমিক এখন কোথায়?

এমনকী, কয়েক বছর আগে হঠাৎই রটে যায় ললিত মোদির সঙ্গে নাকি প্রেম করছেন সুস্মিতা। এমনকী, দুজনের বিয়ের খবরও ছড়িয়ে পড়েছিল। তবে সেই খবরকে ভুয়ো বলে নসাৎ করেছিলেন খোদ সুস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা মুখ খুললেন তাঁর প্রেম জীবন নিয়ে। বিশেষ করে প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম প্রেমিকের কথা।

সুস্মিতার স্বপ্নপূরণ করতে চাকরি ছেড়েছিলেন প্রথম বয়ফ্রেন্ড! জানেন সেই প্রেমিক এখন কোথায়?

|

Oct 27, 2025 | 3:28 PM

সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ নিয়ে মাঝে মধ্য়েই খবরের শিরোনামে উঠে আসেন সুস্মিতা সেন। মিস ইউনির্ভাস হওয়ার পর, সিনেমায় পা রাখার পর থেকেই সুস্মিতার সঙ্গে নাম জুড়েছিল খ্যাতনামা ব্যক্তিদের। যাঁর মধ্যে অভিনেতা রণদীপ হুডার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলেছিল সবচেয়ে বেশিদিন। এমনকী, কয়েক বছর আগে হঠাৎই রটে যায় ললিত মোদির সঙ্গে নাকি প্রেম করছেন সুস্মিতা। এমনকী, দুজনের বিয়ের খবরও ছড়িয়ে পড়েছিল। তবে সেই খবরকে ভুয়ো বলে নসাৎ করেছিলেন খোদ সুস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা মুখ খুললেন তাঁর প্রেম জীবন নিয়ে। বিশেষ করে প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম প্রেমিকের কথা।

মিস ইউনিভার্সের ট্রেনিংয়ের জন্য দিল্লি থেকে মুম্বই আসতে হয়েছিল সুস্মিতাকে। কেরিয়ারের শুরুতে চরম স্ট্রাগল করেছিলেন সুস্মিতা। আর সেই সময়ই সুস্মিতা পাশে পেয়েছিলেন তাঁর প্রথম প্রেমিক রজত তারাকে।

সুস্মিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রজত তারার সঙ্গেই আমার প্রথম প্রেমের সম্পর্ক। দারুণ সার্পোটিভ ছিল। আমার পাশে থাকত সব সময়। এমনকী, আমার স্বপ্নপূরণের জন্য নিজের চাকরিও ছেড়েছিলেন রজত।

সুস্মিতা আরও জানান, তখন মিস ইউনিভার্সের ট্রেনিংয়ের জন্য আমাকে দিল্লি থেকে মুম্বইয়ে চলে আসতে হয়েছিল। আমি তার আগে কখনই একা থাকিনি। রজত পাশে ছিল। আমার সঙ্গেই ছিল। রজত তখন একটা জামা কাপড় তৈরির কোম্পানিতে চাকরি করত। একমাসের ছুটি চেয়েছিল। কিন্তু কোম্পানি সেই ছুটি দিতে রাজি না হওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিল। আমার কেরিয়ারের জন্য, নিজের কেরিয়ারকে নষ্ট করেছিল রজত। সত্যিই এটা খুব বড় পাওয়া। তবে পরে এক ভুল বোঝাবুঝির জন্যই সম্পর্কটা টিকল না।