প্রতিবাদ মিছিলে খিলখিলিয়ে হাসি! বিবেক অগ্নিহোত্রীকে দেখে ‘বমি’ স্বরার
সুদূর মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে। পায়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে। কথা হচ্ছে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর।
সুদূর মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে। পায়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে। কথা হচ্ছে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তবে মিছিলে পা মিলিয়েই হল বিপত্তি। কিছু ক্লিপিংস ভাইরাল হতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালককে ঘিরে ঘনীভূত হল বিতর্ক। আর তা চোখে পড়তেই পরিচালকে ছেড়ে কথা বললেন না স্বরা ভাস্কর। ভিডিয়ো শেয়ার করে এ কী প্রতিক্রিয়া তাঁর!
যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা ডিজিটাল) তাতে দেখা যাচ্ছে প্রতিবাদ মিছিলে হাসছেন বিবেক। তাঁর সহযাত্রীদের মুখেও লেগে হাসি। এই ভিডিয়োই এবার বেশ কিছু বমির ইমোজি জুড়ে পোস্ট করেছেন স্বরা। এভাবেই ব্যক্ত করেছেন তাঁর মনের ভাব। অনেকেরই আবার সহমত স্বরার সঙ্গে। তাঁদেরও প্রশ্ন, “কীসের প্রতিবাদ? সেটা কি ভুলে গেলেন?”
এই মুহূর্তে গোটা দেশ উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। আরজি করে চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় হচ্ছে একের পর এক প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ। এই মুহূর্তে বিচার প্রক্রিয়া রয়েছে সিবিআইয়ের হাতে। অপরাধীরা যথার্থ শাস্তি পান কিনা এখন সেটাই দেখার।
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 https://t.co/84HP1AbxiW
— Swara Bhasker (@ReallySwara) August 23, 2024