গুলমার্গে স্বস্তিকা-অন্বেষা, কাজ নাকি নিছকই ছুটি?

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 24, 2021 | 7:02 PM

অন্বেষা সব সময়ই স্বস্তিকার প্রেরণা। যে কোনও কাজেই মেয়ের সাপোর্ট পান স্বস্তিকা। শুটিংয়ের অবসরেও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

1 / 8
এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ঠিকানা গুলমার্গ।

এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ঠিকানা গুলমার্গ।

2 / 8
সঙ্গী অবশ্যই স্বস্তিকার মেয়ে অন্বেষা। কিন্তু নিছক বেড়ানো নয়। শুটিংয়ের জন্যই গুলমার্গে রয়েছেন অভিনেত্রী। অবসরে চলছে বেড়ানো।

সঙ্গী অবশ্যই স্বস্তিকার মেয়ে অন্বেষা। কিন্তু নিছক বেড়ানো নয়। শুটিংয়ের জন্যই গুলমার্গে রয়েছেন অভিনেত্রী। অবসরে চলছে বেড়ানো।

3 / 8
নেটফ্লিক্স-এর ছবি ‘কালা’র শুটিং করছেন স্বস্তিকা। পরিচালনার দায়িত্বে অনভিতা দত্ত। তৃপ্তি দামরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা। এই ছবিতে ডেবিউ করছেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল।

নেটফ্লিক্স-এর ছবি ‘কালা’র শুটিং করছেন স্বস্তিকা। পরিচালনার দায়িত্বে অনভিতা দত্ত। তৃপ্তি দামরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা। এই ছবিতে ডেবিউ করছেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল।

4 / 8
অন্বেষা সব সময়ই স্বস্তিকার প্রেরণা। যে কোনও কাজেই মেয়ের সাপোর্ট পান স্বস্তিকা। শুটিংয়ের অবসরেও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

অন্বেষা সব সময়ই স্বস্তিকার প্রেরণা। যে কোনও কাজেই মেয়ের সাপোর্ট পান স্বস্তিকা। শুটিংয়ের অবসরেও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

5 / 8
পড়াশোনার জন্য মুম্বইতে থাকেন অন্বেষা। কিন্তু এখন করোনা আতঙ্কের কারণে তিনি স্বস্তিকার সঙ্গেই রয়েছেন।

পড়াশোনার জন্য মুম্বইতে থাকেন অন্বেষা। কিন্তু এখন করোনা আতঙ্কের কারণে তিনি স্বস্তিকার সঙ্গেই রয়েছেন।

6 / 8
গত বছর মুম্বইতে অন্বেষার কাছে গিয়ে লকডাউনে সেখানেই বেশ কয়েক মাস আটকে পরেছিলেন স্বস্তিকা।

গত বছর মুম্বইতে অন্বেষার কাছে গিয়ে লকডাউনে সেখানেই বেশ কয়েক মাস আটকে পরেছিলেন স্বস্তিকা।

7 / 8
পরিস্থিতি এখনও শান্ত, স্বাভাবিক নয়। তবে তার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন স্বস্তিকা।

পরিস্থিতি এখনও শান্ত, স্বাভাবিক নয়। তবে তার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন স্বস্তিকা।

8 / 8
কাজের ফাঁকে মেয়ের সঙ্গে সময় কাটানোই আনন্দ খুঁজে নিয়েছেন স্বস্তিকা।

কাজের ফাঁকে মেয়ের সঙ্গে সময় কাটানোই আনন্দ খুঁজে নিয়েছেন স্বস্তিকা।