‘চিয়ার্স, যত দিন না আবার দেখা হচ্ছে…’, বাবার জন্মদিনে আবেগমাখা পোস্ট স্বস্তিকার

আজ তাঁর বাবার জন্মদিন। অথচ প্রথম বার জন্মদিনে বাবা নেই পাশে।

'চিয়ার্স, যত দিন না আবার দেখা হচ্ছে...', বাবার জন্মদিনে আবেগমাখা পোস্ট স্বস্তিকার
বাবার আদুরে।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2021 | 5:03 PM

আজ তাঁর বাবার জন্মদিন। অথচ এই প্রথম, জন্মদিনে বাবা নেই পাশে। নেই বাবাকে সঙ্গে নিয়ে সেলিব্রেশন। আছে শুধু বাবাকে হারানোর যন্ত্রণা- শূন্যতা। অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে তাই আবেগঘন মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়।

ইনস্টাগ্রামে বাবার ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, “শুভ জন্মদিন বাবা। তুমি আমার জীবনের সেই আলোর দ্যুতি হয়ে থাকবে সবসময়– যা পথ দেখায়। এখন যেখানে রয়েছ সেখানেই তোমার ‘প্রিয় বিষ’ পান করো তুমি। আর আমি বরং পৃথিবীতে বসে চুমুক দিই সেই ‘বিষে’। চিয়ার্স। যত দিন না আবার দেখা হচ্ছে…”!

আর একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। নাতিকে কোলে নিয়ে সন্তু মুখোপাধ্যায়। সেই ছবিতেও চুইয়ে পড়ছে বাবার কাছে না-থাকার কষ্ট। স্বস্তিকা লিখেছেন, “প্রিয় কেষ্ট ঠাকুরের সঙ্গে বাবা। হ্যাপি বার্থ দে বাপি”। স্বস্তিকার ওই পোস্টে কমেন্ট করেছেন তাঁর সাম্প্রতিক ওয়েব সিরিজ ব্ল্যাক উইডোর দুই কো-স্টার মোনা সিং এবং শমিতা শেট্টিও। ভালবাসা পাঠিয়েছেন তাঁরাও।

গত বছর মার্চ মাসে মারা যান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ৬৮ বছর বয়স হয়েছিল তাঁর। বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন স্বস্তিকা। নিজেকে প্রতি মুহূর্তে সামলানোর চেষ্টা চালিয়ে গেলেও আজ এই বিশেষ দিনে মনকেমন অভিনেত্রীর।