স্বস্তিকার টাং ট্যুইস্টার চ্যালেঞ্জ! নেটিজেনরা কি পারবে সামলাতে?

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 12, 2021 | 10:59 PM

ইনস্টা হ্যান্ডেলে স্বস্তিকা এক ভিডিও পোস্ট করেন। এবং ‘বেট্টি বটার বট সাম বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার। সো বেট্টি বাটার বট সাম মোর বাটার টু মেক দ্য বিটার বাটার মোর বেটার—গোটা টাং ট্যুইস্টারটি আওড়ান।

স্বস্তিকার টাং ট্যুইস্টার চ্যালেঞ্জ! নেটিজেনরা কি পারবে সামলাতে?
স্বস্তিক মুখোপাধ্যায়।

Follow Us

ছোটবেলায় স্কুলে লাস্ট বেঞ্চে বসে এ খেলা মোটামুটি সবাই খেলেছেন। কে বলতে পারবে ‘পাখি পাকা পেপে খায়।’ শুধু বললে হবে ভীষণ তাড়াতাড়ি বলতে হবে। কথাটা তাড়াতাড়ি বলতে গিয়ে যে সমস্যা হত তা হল, এক শব্দের উপর আরেক শব্দ উঠে যেত। আর গোটা লাস্ট বেঞ্চ হো হো করে হেসে উঠত! মনে আছে? ইংরেজিতে এ খেলার নাম টাং ট্যুইস্টার।

এই জিভ জড়ানোর খেলায় মাতলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এ খেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নেটিজেনদের। তবে বাংলা টাং ট্যুইস্টার নয়। ইংরেজি। ‘বেট্টি বটার বট সাম বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার। সো বেট্টি বাটার বট সাম মোর বাটার টু মেক দ্য বিটার বাটার মোর বেটার।’

 

 

ইনস্টা হ্যান্ডেলে স্বস্তিকা এক ভিডিও পোস্ট করেন এবং উপরে লেখা গোটা টাং ট্যুইস্টারটি আওড়ান। তিনি বলেন, ‘হাই গাইজ, এই টাং ট্যুইস্টারটি চেষ্টা করা যাক’, তিনি তাঁর নেটিজেনদের উদ্দেশ্যে আরও বলেন ‘যদি আপনারা ঠিক করে বলতে পারেন, তাহলে একটা ভিডিও পোস্ট করুন আর আমায় সে ভিডিওতে ট্যাগ করুন।’ স্বস্তিকা এও বললেন ‘বাংলায় বললে আবার সবাই রেগে যায়, যারা বাংলা বোঝে না তাই কথাগুলো ইংরেজিতেই বললেন ‘শাহ জাহান রিজেন্সি’র ‘কমলিনী গুহ’।

আপনি কি পারবেন স্বস্তিকার টাং ট্যুইস্টার চ্যালেঞ্জ নিতে? তাহলে আপনিও পোস্ট করতে পারেন টাং ট্যুইস্টার ভিডিও!

Next Article