ওয়েবক্যামে যৌনসুখ! ফাঁস হল স্বস্তিকার ভিডিয়ো, ‘ভাবাই যাচ্ছে না…’
Swastika Mukherjee: আগামী ১৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি 'লাভ সেক্স অউর ধোঁকা ২'। ওই ছবিতে রয়েছেন স্বস্তিকা। যে ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে, তা আদপে ওই ছবিরই একটি দৃশ্য।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োটি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। লাফিয়ে বাড়ছে লাইক কমেন্ট শেয়ার। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক পুরুষের সঙ্গে ওয়েবক্যামে যৌনসুখ মেটাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তাতেই রে-রে করে উঠেছেন নেটিজেনদের একটা বড় অংশ। সামাজিক মাধ্যম জুড়ে চলছে তুমুল আলোড়ন। ভাইরাল হওয়া ভিডিয়োর নেপথ্যের সত্যিটা জানেন? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।
আগামী ১৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’। ওই ছবিতে রয়েছেন স্বস্তিকা। যে ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে, তা আদপে ওই ছবিরই একটি দৃশ্য। সূত্র জানাচ্ছে, মুক্তির আগেই শুধুমাত্র ওই একটি দৃশ্য কী করে সামাজিক মাধ্যমে এভাবে ফাঁস হয়ে গেল সেই কারণ খুঁজে বের করতেও ইতিমধ্যেই পদক্ষেপ করছেন নির্মাতারা। গোটা ঘটনায় খুশি নন পরিচালক দিবাকরও। নেটিজেনরাও হতবাক। একজন লিখেছেন, “ভাবাই যাচ্ছে না। এ তো রীতিমতো অভিনেত্রীকে অপমান! চরিত্রকে সত্যি বানিয়ে দেওয়া।” তবে স্বস্তিকা নতুন নয়। অতীতেও ছবির যৌন দৃশ্য ভাইরাল হয়েছে। বিবিধ পর্ণ সাইটেও তা ছেড়ে দেওয়া হয়েছে। একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী পাওলি দামকেও। এবার সেই তালিকায় শামিল স্বস্তিকাও।
২০১০এ মুক্তি পেয়েছিল ছবিটির প্রথম অধ্যায়। প্রায় ১৪ বছর পর আসছে পার্ট ২। স্বস্তিকা ছাড়াও ওই ছবিতে দেখা যাবে উরফি জাভেদ, মৌনী রায়, অনু মালিককে। থাকবেন বনিতা রাজপুরোহিত ও অভিনব সিংও।
View this post on Instagram