তিনি কম কথা বলেন। কিন্তু ‘ঠিক’ কথা বলেন। বহুবার তার প্রমাণ পেয়েছে দর্শক। কাছের মানুষরা বলেন ‘স্পষ্টভাষী’ স্বস্তিকা। কিছুদিন আগেই মেয়ে-বোনের সঙ্গে ‘টুম্পা’ গানে কোমর দুলিয়েছেন বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী। এখন তিনি কলকাতায় নেই। কেরলে ছুটি কাটাচ্ছেন স্বস্তিকা। বেশ কিছুদিনের ইনস্টা পোস্ট দেখলেই তা বোঝা যাচ্ছে। কিন্তু এখন তিনি ‘ছোটবেলার ক্রাশ’-এর শুটিং স্পটে!