
কেরলে বেকাল ফোর্টে দাঁড়িয়ে ছবি তোলেন স্বস্তিকা। পরপর মোট আটটি ছবি। চারপাশে নীল সমুদ্র। গোলাপী রঙের কুর্তি। চোখে সানগ্লাস।

কেন এই নির্জন ফোর্টে আসলেন অভিনেত্রী? ক্যাপাশনে স্বস্তিকা নিজেই জানালেন তার উত্তর...

তাঁর ‘ছোটবেলা এবং যৌবনের ক্রাশ’ অরবিন্দ স্বামী। ঠিক এই ফোর্টে শুট করেছিলেন অরবিন্দ। পাশে ছিলেন মণীশা কৈরালা।

‘বম্বে’ ছবির তুমুল জনপ্রিয় ‘তু হি রে’ গানের শুটিং হয়েছিল বেকাল ফোর্টে। এ গানেই লিপ সিঙ্ক করেছিলেন অরবিন্দ।

যতবার ‘তু হি রে’ শুনেছেন, স্বস্তিকার হার্টবিট বেড়ে যেত। আর কেরলের বেকাল ফোর্টে শুট হয়েছে তাঁর ছোটবেলার ক্রাশের গান, তাই এ জায়গাকে মিস করতে তিনি কোনওভাবে চাননি।

ক্যাপশানে তাঁর বন্ধুকে ধন্যবাদও জানিয়েছেন স্বস্তিকা। সেই বন্ধুই তাঁকে ফোর্ট সংক্রান্ত সব তথ্য দিয়েছেন এবং তার সঙ্গে এক মাইল হেঁটে এমন এক উষ্ণ দিনে তাঁকে নিয়ে এসেছেন বেকাল ফোর্টে।

শরীর ঠিক ছিল না স্বস্তিকার। কষ্টকর হলেও তিনি এই ট্রিপে এসেছেন কারণ ‘হ্যাপিনেস ম্যাটার্স’।
