দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। রবিরা সন্ধ্যায় দুই পরিবার, ইন্ডাস্ট্রির কাছের মানুষ পাশাপাশি বন্ধু-পরিজনদের নিয়ে বসল বিবাহ আসর। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুটির বিশেষ দিনের নানান মুহূর্তের ছবি। আর এবার সেই সন্ধিক্ষণ। চার হাত এক হল টলিজুটির। বৈদিক মতে বিয়ে সারলেন ‘যমুনা ঢাকি’ জুটি। হল না কন্যাদান। বিয়ের পৌরহিত্য করলেন নন্দিনী ভৌমিক। শুভেচ্ছা বার্তায় ভরছে সোশ্যাল মিডিয়া।
রবিবার সকাল থেকেই রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের অনুরাগীরা অধীর আগ্রহে বসে ছিলেন তাঁদের প্রিয় জুটিকে বিয়ের সাজে দেখতে। অবশেষে সেই অপেক্ষার অবসান। বধূ সাজে সামনে এলেন শ্বেতা, আর বরের সাজে চমক দিলেন রুবেল। ‘যমুনা ঢাকী’ ধারাবাহিকে অভিনয়ের সময় থেকে যে সম্পর্কের শুরু, অবশেষে সেই সম্পর্ক পেল মধুর পরিণতি। বলা ভাল সম্পর্কের শুরু হল নতুন যাত্রা।
টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল। খোদ রুবেল আর শ্বেতা বার বার গোপন করেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানিং। বছরের শুরুতেই সেই গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই ফাঁস করেছিলেন বিয়ের তারিখ। গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল। আর ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সমস্ত রীতিনীতি মেনে এলাহি আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন রুবেল ও শ্বেতা।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। আর এবার সারাজীবনের মতো পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হতে চলেছেন শ্বেতা ও রুবেল।
বিয়েতেও এলাহি আয়োজনের ব্যবস্থা করেছেন তাঁরা। বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা ও রুবেলের বিয়ের আসর। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে।