
সুইমিং পুলে চিৎসাঁতার কাটলেন মৌনি। চোখ বন্ধ। চারপাশে নীল জল। হাত দুপাশে ছড়ানো। পরনে সাদা বিকিনি।

মৌনি

মৌনি

তাঁর ছবি দেখে কমেন্ট করেছেন শমিতা শেট্টিও। লিখেছেন ‘হটনেস’। শোনা যাচ্ছে সূরয নামিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বঙ্গতনয়া।

অন্যদিকে সানি লিওনি কেরালায় ছুটি কাটাচ্ছেন। তিনি পরেছেন পিচ রঙের বিকিনি। টু পিসে সানির জলকেলির ছবিতে ৮ লক্ষ লাইক ছুঁইছুই।

কেরলের পূভার দ্বীপে রয়েছেন সানি। নীল স্যুইমিং পুলে তিনিও কাটছেন চিৎ সাঁতার। তবে সানির হাত জোড়া।

চোখে ওভারসাইজড কালো সানগ্লাসে উপরের দিকে তাকিয়ে রোদ নিচ্ছেন সানি। ক্যাপশানে লেখা ‘ফ্রম কেরল উইদ লাভ’