তৈমুর আলি খান, জেহ খান, পাতৌদি পরিবারের দুই সন্তানকে নিয়ে একটা সময় কম জলঘোলা হয়নি। কারণ তাঁদের নাম। এই ধরনের নাম কেন? প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনদের একাংশ। এখন তারা সোশ্যাল মিডিয়ায় স্টারকিড। করিনা কাপুর খান ও সৈইফ আলি খানের সন্তান বলে কথা। অথচ এই দুইয়ের গায়েই নাকি বইছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত। ঠাকুর পরিবারের সঙ্গে রয়েছে গভীর যোগসূত্র। ভাবছেন কীভাবে? সেই সূত্রের নাম হল শর্মিলা ঠাকুর। তিনি ঠাকুর পরিবারের অংশ। না, সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি তিনি নন। অনেকেই যদিও তেমনটাই মনে করেন। তবে সে ভুল ভাঙিয়ে একবার শর্মিলা ঠাকুর নিজেই জানিয়েছিলেন রবীন্দ্রনাথের নিকট আত্মীয় গুণীন্দ্রনাথ ঠাকুরদের বংশধর শর্মিলা। রবীন্দ্রনাথ ঠাকুররা একটা সময় ব্রাহ্ম ধর্ম অবলম্বন করেছিলেন। কিন্তু গুণীন্দ্রনাথেরা ছিলেন ব্রাহ্মণই। সেই সূত্রেই শর্মিলার সন্তানদেরও শরীরে বইছে ঠাকুর পরিবারের রক্ত।
সেই সূত্রে পাতৌদি পরিবারের অনেকেই গায়ে বইছে এই ঠাকুর পরিবারের রক্ত। সোহা আলি খান থেকে শুরু করে সইফ আলি খান, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান, জেহ খান প্রমুখের সঙ্গে রয়েছে বিশ্বকবির গভীর সংযোগ। যদিও সেই প্রসঙ্গে তাঁদের খুব একটা মুখ খুলতে দেখা যায় না। কেবল কয়েকবার শর্মিলা ঠাকুরের মুখে শোনা গিয়েছিল এই না জানা কাহিনি। পরবর্তীতে শর্মিলা ঠাকুর বিয়ে করেন পাতৌদি পরিবারে। ধর্ম বদল হয় অভিনেত্রী। ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। আয়েশা বেগম হয়েছিল তাঁর নতুন নাম। যদিও নিজের নাম কখনই পরিবর্তন করেননি শর্মিলা। তাই আজও তাঁকে এই নামেই সকলে চেনে।