মিষ্টি বানাচ্ছে তৈমুর, অবাক বাবা সইফ আলি খান

Tv9 বাংলা ডিজিটাল: ধর্মশালায় পতৌদি পরিবার এখন ছুটি কাটাচ্ছে। দিওয়ালি থেকে শুরু হয়েছিল ছুটি। ঠিক ছুটি নয় Saif ali khan অভিনীত হরর-কমেডি ছবি ‘ভুত পুলিশ’-এর শুটিং চলছিল। সেখানে যোগ দেন Kareena Kapoor Khan, এবং ছোটো নবাব তৈমুর। পাঁচতারা রেস্তোরাঁ হায়াত রিজেন্সি, (ধর্মশালা) আয়োজন করে এক কালিনারি সেশন। কার জন্য এমন রাজকীয় আয়োজন জানেন? আমাদের ছোটে […]

মিষ্টি বানাচ্ছে তৈমুর, অবাক বাবা সইফ আলি খান
পতৌদি পরিবার

|

Dec 03, 2020 | 6:41 PM

Tv9 বাংলা ডিজিটাল: ধর্মশালায় পতৌদি পরিবার এখন ছুটি কাটাচ্ছে। দিওয়ালি থেকে শুরু হয়েছিল ছুটি। ঠিক ছুটি নয় Saif ali khan অভিনীত হরর-কমেডি ছবি ভুত পুলিশ’-এর শুটিং চলছিল। সেখানে যোগ দেন Kareena Kapoor Khan, এবং ছোটো নবাব তৈমুর। পাঁচতারা রেস্তোরাঁ হায়াত রিজেন্সি, (ধর্মশালা) আয়োজন করে এক কালিনারি সেশন।

কার জন্য এমন রাজকীয় আয়োজন জানেন?

আমাদের ছোটে নবাব। তৈমুর আলি খান!

ইনস্টাগ্রামের ছবিতে দেখা গেল চামচ দিয়ে চকোলেট মিষ্টি তৈরি করছে তৈমুর। আর বাবা মা কী করছেন?

তৈমুরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মা করিনা। আর বাবা গালে হাত দিয়ে দেখচেন ছেলে কীর্তি! অ্যাপ্রন পরে তৈমুরকে একেবারে লাগছে জুনিয়র শেফ। তৈমুরের কাপকেক এবং ওয়াফেলস ভীষণ প্রিয়। তার উপর আগামী ২০ তারিখ চার বছরে পা দিতে চলেছে ছোট্ট তৈমুর।
এখন থেকেই কী প্র্যাক্টিসে মজেছেন সইফ পুত্র?

প্রসঙ্গত, পবন কৃপালিনীর হরর-কমেডি ছবি ভুত পুলিশ নিয়ে সইফ এখন ব্যস্ত। ধর্মশালা, ডালহৌসি এবং পালামপুরে চলছে ছবির শুটিং। ছবির প্রযোজক রমেশ টৌরানি এবং অকশাই পুরী। অন্যদিকে করিনা কাপুর, লাল সিং চড্ডাছবির শুটিং শেষ করলেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আমির খান।