‘আলতা ফড়িং’ সিরিয়ালে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়। নায়িকার বয়স তখন ১৯। শাঁওলির ৩১। অভিনেত্রী TV9 বাংলার সঙ্গে একবার একটি একান্ত সাক্ষাৎকার দিতে-দিতে বলেছিলেন, বয়সের জন্য নয়, তাঁর কাছে আসা বহু অভিনয়-প্রস্তাব ফসকেছে উচ্চতার কারণে। অভিনেত্রী বেশ লম্বা। সুঠাম চেহারা তাঁর। চিরকালই শক্তপোক্ত চরিত্রেই কাস্ট করা হয়েছে তাঁকে। ‘হাতিবাগান সঙ্ঘারাম’ নাট্যদলের কর্মী তিনি। নিয়মিত তাঁদের সঙ্গেই থিয়েটার করেন। ছোট থেকেই ঠিক করেছিলেন অভিনেত্রীই হবেন। ‘ফেকবুক’, ‘মায়ার জঞ্জাল’, ‘সব ভূতুড়ে’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনেত্রী কিন্তু খুব সাহসীও। অকপট বলেছিলেন যে, তাঁর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনওই অসুবিধা হয় না। সেই সঙ্গে আরও একটি সমস্যার কথাও বলেছিলেন অভিনেত্রী। কী সেটা?
একাধিক সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন শাঁওলি। জানিয়েছিলেন, তাতে তাঁর কোনও অসুবিধা নেই। অভিনেত্রীর সংযোজন, “সাবলীলভাবেই সাহসী দৃশ্যে অভিনয় করতে পারি। থিয়েটারেও তো করেছি। লাইভ পারফরম্যান্সে ওই ধরনের চরিত্রে অভিনয় করতেও আমার কোনও অসুবিধে হয়নি। তবে পরিচালকদের পাশে পেয়েছি সব সময়। খুব একটা অস্বস্তির মধ্যে কাজ করতে হয়নি আমাকে।”
এখনকার কিছু অন্তরঙ্গ দৃশ্য লাগামছাড়া হয়ে যাচ্ছে কি না, সেই বিষয়ও মত পোষণ করেছিলেন শাঁওলি। বলেছিলেন, “এখন সত্যিই দেখতে পাই, দরকার না থাকা সত্ত্বেও সিনটা রাখা হয়েছে। হয়তো দর্শক কিংবা ব্যবসার কথা মাথায় রেখেই রাখা হয়েছে। অভিনেতারা তাতে অভিনয় করতে রাজিও থাকেন।” আক্ষেপের সুরে তারকার এও উক্তি ছিল, “আমার তো কিছু-কিছু অন্তরঙ্গ সিন কেটে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে…।”