
কয়েক মাস আগেও চুটিয়ে প্রেম করছিলেন অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। অন্যদিকে, আজ কি রাতের ম্যাজিকে তামান্না ভাটিয়া বলিউডের হট নায়িকা। একের পর এক ছবি পাচ্ছেন। কিন্তু হঠাৎই জীবনের ছন্দপতন। গোটা বলিউডে ছড়িয়ে পড়ল বিজয় ও তামান্না নাকি ব্রেকআপ করেছেন। এমনকী, বিজয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েও, সম্পর্ক থেকে সরে দাঁড়ালেন তামান্না। কিন্তু কেন এই সম্পর্কের পরিণতি এমন হল, তা অবশ্য খোলসা করেননি তামান্না বা বিজয় কেউই। আর এবার হঠাৎই বলিপাড়ায় ছড়িয়ে পড়ল নতুন খবর। শোনা গেল, তামান্না নাকি গোপনে বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার আবদুল রাজ্জাককে! সত্যিই কি তামান্না এটা করেছেন? নাকি গুঞ্জন!
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানেই একের পর এক গুঞ্জনের উত্তর দিলেন তিনি। তামান্না জানান, সোশাল মিডিয়া দারুণ একটা ব্যাপার। কখন, কী, আপনার নামে রটে যাবে, তা বুঝতেই পারবেন না। এই যেমন, হঠাৎই জানতে পারলাম, অনুষ্কা শর্মার আগে আমি নাকি বিরাটের সঙ্গে প্রেম করছিলাম। কিন্তু বিশ্বাস করুন। বিরাটের সঙ্গে একটা বিজ্ঞাপনের শুট ছাড়া আর কিছুই করিনি। এমনকী, তারপরে আর কোনওদিন দেখাও হয়নি আমাদের।
এই পডকাস্টে তামান্না আরও জানান, ”তাও বিরাটের ব্যাপারটা সহ্য করে ফেলছিলাম। তবে এরপর যা রটল, তা আরও মারাত্মক। হঠাৎই সোশাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হল, আমি আর পাকিস্তানের ক্রিকেটার আবদুল রাজ্জার গয়নার দোকানে শপিং করছি! তারপরই শুনলাম, আমি নাকি তাঁর সঙ্গে বিয়েও করে ফেলেছি। জানিনা কীভাবে ভিডিয়ো তৈরি হল, বিয়েটাও কবে করলাম।”
তামান্না আরও বলেন, ”আমাকে ক্ষমা করবেন আবদুল। আপনাকে তো আমি চিনি না। আপনার সম্পর্কে জানিও না। তাই এসব রটলে, আপনার কানে গেলে, আপনার পরিবারে অশান্তি হতে পারে। তাই আমাকে ক্ষমা করবেন।”