মা-মেয়ের যুগলবন্দি পারফরম্যান্স দেখে মুগ্ধ দর্শক

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 22, 2021 | 4:16 PM

শ্রীনন্দা মুম্বইয়ের ফ্ল্যাটের ড্রইংরুমে একসঙ্গে মা-মেয়ের নাচ আগেও দেখেছেন দর্শক। তেমনই একটি ঘরোয়া পারফরম্যান্সের অংশ সোশ্যাল অডিয়েন্সদের জন্য শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘লিডারকে ফলো করো’।

মা-মেয়ের যুগলবন্দি পারফরম্যান্স দেখে মুগ্ধ দর্শক
মা-মেয়ের জুটি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

একচিলতে ড্রইং রুম। পরিপাটি সাজানোয় আভিজাত্যের ছাপ। সেখানে নাচছেন তাঁরা। সম্পর্কে মা-মেয়ে। আবার গুরু শিষ্যাও বলতে পারেন। তাঁরা হলেন তনুশ্রী শঙ্কর (Tanushree shankar) এবং শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar)।

শ্রীনন্দা মুম্বইয়ের ফ্ল্যাটের ড্রইংরুমে একসঙ্গে মা-মেয়ের নাচ আগেও দেখেছেন দর্শক। তেমনই একটি ঘরোয়া পারফরম্যান্সের অংশ সোশ্যাল অডিয়েন্সদের জন্য শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘লিডারকে ফলো করো’।

আক্ষরিক অর্থেই লিডার বা নেত্রী হলেন তনুশ্রী। নাচ তাঁর প্যাশন। নাচ তাঁর নেশা। সেই নেশাই পেশাও বটে। গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তনুশ্রীর ছাত্র-ছাত্রী। তিনি অভিনয়ও করেছেন। কিন্তু নাচের মতো তীব্র ভালবাসা আর কিছুতে নেই। মায়ের কাছেই নাচ শিখেছেন শ্রীনন্দাও।

বিবাহসূত্রে মুম্বইয়ের বাসিন্দা শ্রীনন্দা। অভিনয় তিনিও করেছেন। তবে মায়ের মতোই শ্রীনন্দারও প্রথম ভালবাসা নাচ। একসঙ্গে মা-মেয়ের নাচ এনজয় করেন দর্শকরা। যে কোনও ফর্মে নিজেকে ভাঙতে পারেন তনুশ্রী। শ্রীনন্দাও ব্যতিক্রম নন। তবে এই বয়সেও তনুশ্রীর দক্ষতা মুগ্ধ করে দর্শককে। শ্রীনন্দার পোস্ট করা ভিডিয়োতেও তনুশ্রীর পারফরম্যান্সই মুগ্ধ হয়ে দেখেছেন দর্শক। তাঁকে আক্ষরিক অর্থেই কুর্নিশ জানিয়েছেন সকলে। শ্রীনন্দাও বিশ্বাস করেন মায়ের মতো দক্ষতা এখনও তাঁর নেই।

শঙ্কর পরিবারে নাচের ঘরানাকে সম্মান করেন বিশ্বজুড়ে বহু মানুষ। মা-মেয়ের যুগলবন্দিও সে কারণেই মন ভরিয়ে দিয়েছে সকলের।

আরও পড়ুন, মা হলেন ‘লুডো’ অভিনেত্রী পার্লে মানে

Next Article