ফের মন ভাঙল তারা সুতরিয়ার, কোন কারণে ব্রেকআপ হল বীর পাহাড়িয়ার সঙ্গে?

সেখানে পারফরম্যান্সের মাঝেই গায়ক-র‍্যাপার এপি ঢিলো তারাকে জড়িয়ে ধরেন এবং তাঁর গালে একটি চুম্বন (পেক) করেন। সমাজমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই দেখা যায়, তারার শরীরী ভাষায় কিছুটা অস্বস্তি ছিল। ঠিক সেই সময়ই দর্শকাসনে দাঁড়িয়ে বীর পাহাড়িয়ার অভিব্যক্তি নজর কাড়ে নেটিজেনদের।

ফের মন ভাঙল তারা সুতরিয়ার, কোন কারণে ব্রেকআপ হল বীর পাহাড়িয়ার সঙ্গে?

|

Jan 09, 2026 | 1:23 PM

টিনসেল টাউনের প্রেমের আকাশে ফের ঘন কালো মেঘ। গায়ক এপি ঢিলোর মুম্বই কনসার্টে ভাইরাল হওয়া সেই মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এল বড় খবর। শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়া তাঁদের সম্পর্কের ইতি টেনেছেন। ‘ফিল্মফেয়ার’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত গোপনেই নাকি এই তারকা দম্পতি তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই আকস্মিক ভাঙনের সঠিক কারণ এখনও ধোঁয়াশায়, তবে সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি মুম্বইয়ে এপি ঢিলোর একটি কনসার্টে স্টেজে উঠেছিলেন তারা। সেখানে পারফরম্যান্সের মাঝেই গায়ক-র‍্যাপার এপি ঢিলো তারাকে জড়িয়ে ধরেন এবং তাঁর গালে একটি চুম্বন (পেক) করেন। সমাজমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই দেখা যায়, তারার শরীরী ভাষায় কিছুটা অস্বস্তি ছিল। ঠিক সেই সময়ই দর্শকাসনে দাঁড়িয়ে বীর পাহাড়িয়ার অভিব্যক্তি নজর কাড়ে নেটিজেনদের। অনেকেই দাবি করেন, তারার সঙ্গে এপি-র এই ঘনিষ্ঠতা দেখে বীর বেশ ‘অস্বস্তিকর’ বোধ করছিলেন। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে এল।

মজার বিষয় হলো, বিচ্ছেদের গুঞ্জন জোরালো হওয়ার ঠিক আগেই তারা এবং বীর— দুজনেই এই বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন। কনসার্টের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তারা কড়া ভাষায় লিখেছিলেন, “আমরা গর্বের সঙ্গে একসঙ্গে আছি! এপি ঢিলো আমার প্রিয়। মুম্বই, আমাদের গানের প্রতি এই অগাধ ভালোবাসার জন্য ধন্যবাদ।”

একইসঙ্গে তথাকথিত কুৎসা রটনাকারীদের একহাত নিয়ে তিনি লিখেছিলেন, “কিছু মানুষের সাজানো মিথ্যা প্রচার, ‘চতুর এডিটিং’ এবং অর্থের বিনিময়ে চালানো পিআর ক্যাম্পেইন আমাদের টলাতে পারবে না। শেষ পর্যন্ত প্রেম এবং সত্যের জয় হবে। যারা আমাদের হেনস্থা করার চেষ্টা করছে, হাসিটা শেষ পর্যন্ত তাদেরই মুখেই মিলিয়ে যাবে।”

এত কিছুর পরেও হঠাতই তাঁদের বিচ্ছেদের খবরে স্তম্ভিত অনুরাগীরা। অনেকেই এই কনসার্ট বিতর্কের সঙ্গে বিচ্ছেদের যোগসূত্র খুঁজছেন। তবে বিচ্ছেদ প্রসঙ্গে তারা বা বীর— কারোর পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। এখন দেখার বিষয়, তারার ‘সত্যের জয় হবে’ দাবি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।