
সোশাল মিডিয়ায় মাঝে মধ্য়েই ফাঁস হয়ে যায় বিনোদন জগতের অন্দরের কথা। স্ক্রিনশট বয়ে নিয়ে আসে নানা অভিযোগ, নানা কটূক্তি। নানা অপ্রীতিকর কাণ্ড। গত কয়েকদিন ধরে ফেসবুক যেন এমনই ঘটনার রণক্ষেত্র হয়ে উঠেছে। একের পর এক স্ক্রিনশট ধেয়ে আসছে। রাতারাতি ঝড়ে মতো ভাইরাল হচ্ছে। চলছে দোষারোপের দড়ি টানাটানি খেলা। আর এবার সেই দড়ি টানাটানি খেলার একপ্রান্তে একা দাঁড়িয়ে টলিউডের জনপ্রিয় অভিনেতা বউ কথা কও খ্যাত ঋজু বিশ্বাস! আর অপর দিকে তাঁর বিরুদ্ধে উঠে আসা একের পর এক মারাত্মক অভিযোগ। সেখানে কেউ মডেল, কেউ উঠতি অভিনেত্রী, কেউ কলেজ পড়ুয়া। কী অভিযোগ তাঁদের? ফেসবুকে স্ক্রিনশট শেয়ার করে অনেক মহিলাই অভিযোগ করছেন, অভিনেতা ঋজু নাকি তাঁদের মেসেজে উত্যক্ত করতেন! আর এই অভিযোগের সূত্রপাত, এক মডেলের এমন অভিযোগের স্ক্রিনশট থেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিযোগ নিয়েই সাফাই দিলেন ঋজু।
গত কয়েক মাস ধরেই টলিপাড়ায় গড়হাজির ঋজু বসুর। ব্য়ক্তিগত কারণে স্টুডিওপাড়া থেকে দূরেই রয়েছেন। ঠিক এই সময় যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন অভিযোগ নিয়ে জেরবার হবেন, তা আন্দাজও করতে পারেননি তিনি। ঋজুর কথায়, এই অভিযোগ একেবারেই মিথ্যে। তিনি মেসেজ অবশ্য করেছেন, তবে সেই মেসেজকে ভুলভাবে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অভিনেতা।
ঋজু বলেন, ”আমি মেসেজ করে কোনও ভুল করিনি। আমি তো কাউকে কোনও অশ্লীল মেসেজ করিনি। সোশাল মিডিয়ায় একে অপরকে মেসেজ করতে পারে না!” ঋজু আরও বলেন, মিথ্যা কথা আমি বলি না, বলতেও চাই না। শাড়িতে ভাল লাগছে বলা কি খুব অন্য়ায়ের কথা? কয়েকদিন আগে তো আমি আমার মাকেও এই কথা বলেছি।
ঋজু জানিয়েছেন এই সাফাই দিয়েই চুপ থাকবে না। সোশাল মিডিয়ায় যেভাবে তাঁর দিকে অভিযোগের তির ধেয়ে এসেছে, ওই অভিযোগকারিণী মডেলের বিরুদ্ধে মানহানির মামলাও করবেন তিনি।