
বাংলা সিরিয়ালে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার। ধারাবাবাহিকের নাম ‘তোমাদের রানী’। চিত্রনাট্য অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থায় খলনায়িকার ধোলাই করে রানী। তা কি কোনও অন্তঃসত্ত্বা করতে পারেন? এ ব্যাপারে TV9 বাংলাকে কী জানালেন রানী, অর্থাৎ অভিনেত্রী অভিকা মালাকার।
অভিকা বলেছেন, “রানী তার সন্তানকে খুবই ভালবাসে। রানীর জীবনে ওঠাপড়া লেগেই থাকে। তাই না চাইলেও, রানীকে মারামারি করতে হয় দুষ্টু লোকজনের সঙ্গে। কিন্তু সে যা করে, নিজের বেবিকে সুরক্ষিত রেখে।”
প্রস্থেটিকে তৈরি কৃত্রিম গর্ভ পরে থাকতে হয় রানীকে। তাতে কি মানসিকভাবে কোনও প্রভাব পড়ে তরুণী অভিকার মনে? জবাবে অভিনেত্রী বলেছেন, “গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করতে গিয়ে এক-এক সময় মনে হয় আমি সত্যিই প্রেগন্যান্ট। শুটিংয়ের মাঝে যখন বিরতি থাকে, মেকআপ রুমে থাকি, তখনও আমি গর্ভবতী প্রেগন্যান্ট মহিলার মতোই সাবধনতা অবলম্বন করে চলা ফেরা করি। সিন করার সময়কার প্রভাব থেকেই যায় আমার। বসতে গেলেও সাবধানে বসি।”