দক্ষিণী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন বাংলার অদ্রিজা, পাত্র কী করেন?

মুম্বইয়ের এক মনোরম খামারবাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হল বাগদানের অনুষ্ঠান। বিশেষ এই দিনে অদ্রিজা নিজেকে সাজিয়েছিলেন সাবেকি দক্ষিণ ভারতীয় ঢঙে। পরনে ছিল জমকালো কাঞ্জিভরম শাড়ি, গলায় ভারী দক্ষিণী গয়না এবং চুলে ফুলের সাজ।

দক্ষিণী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন বাংলার অদ্রিজা, পাত্র কী করেন?
Image Credit source: Instagram

|

Jan 27, 2026 | 1:40 PM

টলিপাড়ার পরিচিত মুখ অদ্রিজা রায় এখন মুম্বইয়ের ব্যস্ত অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখছেন তিনি। পর্দায় বহুবার কনের সাজে দেখা গেলেও, এবার বাস্তব জীবনেই নতুন ইনিংস শুরু করলেন এই বাঙালি কন্যা। পাত্র ভিনরাজ্যের হলেও প্রেমের টানেই যেন এক হল বাংলা আর দাক্ষিণাত্য।

মুম্বইয়ের এক মনোরম খামারবাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হল বাগদানের অনুষ্ঠান। বিশেষ এই দিনে অদ্রিজা নিজেকে সাজিয়েছিলেন সাবেকি দক্ষিণ ভারতীয় ঢঙে। পরনে ছিল জমকালো কাঞ্জিভরম শাড়ি, গলায় ভারী দক্ষিণী গয়না এবং চুলে ফুলের সাজ। অন্যদিকে, হবু বর বিগ্নেশও কম যান না; সাদা মুন্ডু (দক্ষিণী লুঙ্গি) এবং নীল পাঞ্জাবিতে একেবারে দক্ষিণ ভারতীয় লুকে ধরা দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবি শেয়ার করে আবেগপ্রবণ অদ্রিজা লিখেছেন, “এমন একজনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছি, যার ভালোবাসা আমি আজীবন চেয়েছিলাম। একটা সাধারণ ‘হ্যালো’ দিয়ে শুরু হওয়া গল্পটা এখন সারাজীবনের বন্ধনে পরিণত হল।”

খবরের নেপথ্যের খবর হল, বিগ্নেশ কিন্তু বিনোদন জগতের মানুষ নন। আর অদ্রিজা বরাবরই চেয়েছিলেন তাঁর জীবনসঙ্গী যেন শোবিজ দুনিয়ার বাইরের কেউ হন। গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে আলাপ হয়েছিল তাঁদের। এরপর কথা এগোয় ইনস্টাগ্রামে। জুন মাসে প্রথম ডেটে গিয়েই অদ্রিজা অনুভব করেন, বিগ্নেশই তাঁর সেই ‘মিস্টার রাইট’।

বাগদান সেরে রাখলেও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না এই জুটি। অভিনেত্রী জানিয়েছেন, বছর দুয়েক পরে বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। আর সেই বিয়েতে দুই পরিবারের সংস্কৃতিকেই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ বাঙালি রীতি এবং দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের এক দারুণ ফিউশন দেখার অপেক্ষায় থাকবেন অনুরাগীরা।