Television Actor: শুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ, বাড়ি ফিরেই মৃত্যু অভিনেতা যোগেশের

আকাশ মিশ্র |

Jan 20, 2025 | 7:53 PM

ফ্ল্য়াটের মাটিতেই অজ্ঞান অবস্থায় উদ্ধার হন অভিনেতা। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Television Actor: শুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ, বাড়ি ফিরেই মৃত্যু অভিনেতা যোগেশের

Follow Us

বিনোদুনিয়ার ফের শোকের খবর। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠী টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৪৪।

ইন্ডাস্ট্রি থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার একটি ধারাবাহিকের শুটিং করছিলেন যোগেশ। একটু অসুস্থ বোধ করাতে শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই তাঁর ফ্ল্যাটে চলে যান। রবিবারও শুটিং করার কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না আসায় তাঁর ফ্ল্যাটে খোঁজ নিতেই ফ্ল্য়াটের মাটিতেই অজ্ঞান অবস্থায় উদ্ধার হন অভিনেতা। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মূলত, মারাঠী থিয়েটার থেকেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠী টিভি ধারাবাহিক এবং পরে হিন্দি ধারাবাহিকে নজর কাড়েন যোগেশ। শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব সিরিয়ালে অভিনয় করে আলাদা নজর কেড়েছিলেন যোগেশ। এছাড়াও আদালত, জয় শ্রীকৃষ্ণ, দেব কি দেব মহাদেব, সম্রাট অশোক একাধিক ধারাবাহিকে শুক্রচার্য, দৈত্য, অসুর, দানবগুরুর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে অভিনেতার এমন পরিণতিতে শোকের ছায়া সিরিয়াল মহলে।

এই খবরটিও পড়ুন

 

Next Article