Ghorer Bioscope Award 2023: সেরা সহ অভিনেতার পুরস্কার উঠল কার হাতে? জানুন
Anindya Chatterjee: সন্ধে হলেই ঘরে-ঘরে ভেসে আসে সিরিয়ালের সংলাপ-সুর। আর সেই সব বিখ্যাত সিরিয়ালে যাঁদের অভিনয় মুগ্ধ করে দর্শকদের, তাঁদের সম্মানিত করতেই হয়। এককথায় মেগা সিরিয়ালে খুঁটির মতো কাজ করেন পার্শ্বচরিত্ররা।
রূপোলী পর্দায় তাঁদের অবাধ বিচরণ। যাঁদের এক পলক দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। এবার তাঁদের এক ছাদের তলায় নিয়ে এল TV9 বাংলা। বাংলার ইন্ডাস্ট্রির সেরার সেরাদের বাছাই করে, তাঁদের হাতে পুরস্কার তুলে দিলাম আমরা। ঝুলি ভরল কোন-কোন শিল্পীদের?
সন্ধে হলেই ঘরে-ঘরে ভেসে আসে সিরিয়ালের সংলাপ-সুর। আর সেই সব বিখ্যাত সিরিয়ালে যাঁদের অভিনয় মুগ্ধ করে দর্শকদের, তাঁদের সম্মানিত করতেই হয়। এককথায় মেগা সিরিয়ালে খুঁটির মতো কাজ করেন পার্শ্বচরিত্ররা। এবার সেই মেগা সিরিয়ালের সেরা পার্শ্বচরিত্রের (Best Supporting Actor Tv Serial) শিরোপা উঠল কার হাতে? মেগা সিরিয়ালের সেরা পার্শ্বচরিত্র বিভাগে মনোনিত ছিলেন,জি-বাংলার ‘মিঠাই’ধারাবাহিকের সৌরভ চ্যাটার্জী, জি-বাংলার আরও এক ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-খ্যাত উদয় প্রতাপ সিংহ, কলরস বাংলার ‘ফেরারি মন’ থেকে অরিন্দম গাঙ্গুলী এবং স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের অনিন্দ্য চট্টোপাধ্যায়।
এই বিভাগে সকলকে পিছনে ফেলে সেরার পুরস্কার জিতে নিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেই মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্নদ সেলিম, পি.সি সরকার জুনিয়র ও বস্ত্র ব্যবসায়ী স্বর্ণালী কাঞ্জিলাল। অনিন্দ্যর হাতে পুরস্কার তুলে দেন বিখ্যাত জাদুকর পি.সি সরকার জুনিয়র।
পুরস্কার পেয়ে অনিন্দ্য বলেন, “প্রথমেই ধন্যবাদ জানবো যাঁদের সঙ্গে আমার দিনের ৮-১০ ঘণ্টা কাটে। এবং আমার পরিচালক সৌমেন হালদার ও অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউসের সবাইকে। এটাই আমার সংসার। আমার উল্টো দিকে যে থাকে শ্রীমা, ওরা সবাই না থাকলে আমার কাজটা সত্যিই এতটা সহজ হত না।”