AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবার ঠিক করা ছেলের সঙ্গে প্রেম করে তবেই বিয়ে করব’, বললেন অন্বেষা

Annwesha Hazra: চা, নাকি কফি, কোনটা পছন্দ তাঁর? নিজে অভিনয় করেন, ফলে সিনেমা তাঁর পছন্দের বিষয়। কিন্তু প্রিয় সিনেমা?

‘বাবার ঠিক করা ছেলের সঙ্গে প্রেম করে তবেই বিয়ে করব’, বললেন অন্বেষা
অন্বেষা হাজরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 2:00 PM
Share

অন্বেষা হাজরাকে চেনেন তো? না! এই নামটা বললে হয়তো চিনতে অসুবিধে হতে পারে। কিন্তু ‘এই পথ যদি না শেষ হয়’-এর ‘ঊর্মি’র কথা জানতে চাইলে, নিশ্চয়ই চিনতে পারবেন। তিনিই অন্বেষা। ‘ঊর্মি’কে তো আপনি প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখেন। তাঁর জীবন সম্পর্কে অনেক কিছু জানেন। কিন্তু অন্বেষা? এতদিন অজানা ছিল বটে। তবে এ বার অভিনেত্রী নিজেই ধরা দিলেন।

সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের বিষয়ে কিছু সিক্রেট শেয়ার করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অন্বেষা। ক্যাপশনে লিখেছেন, ‘ঊর্মির ব্যাপারে তো আপনারা সবই জানেন, এবার একটু অন্বেষার ব্যাপারে জানলে মন্দ কি!’

তা হলে অন্বেষার অন্বেষণ শুরু হোক। চা, নাকি কফি, কোনটা পছন্দ তাঁর? অন্বেষার উত্তর, “আমি যখন উচ্চমাধ্যমিক দিচ্ছিলাম, অনেকক্ষণ পড়াশোনার পর কেউ যদি এক কাপ কফি খায়, তা হলে সে যা পড়েছে তা নাকি অনেকক্ষণ মনে রাখতে পারে, এটা তখন কোথাও একটা পড়েছিলাম। তারপর থেকে কফির প্রতি আলাদাই প্রেম হল। কফিই পছন্দ।”

নিজে অভিনয় করেন, ফলে সিনেমা তাঁর পছন্দের বিষয়। কিন্তু প্রিয় সিনেমা? অভিনেত্রীর চটজলদি জবাব, “প্রিয় সিনেমা অনেক আছে। এই মুহূর্তে মনে পড়ছে ‘থ্রি ইডিয়টস’।” ক্যামেরার সামনে কাজ, তাই নিজেকে মেনটেন করার জন্য অভিনেত্রীরা নাকি মিষ্টি ডায়েট থেকে বাদ রাখেন! অথচ অন্বেষার প্রিয় ডেজার্ট পায়েস। বেড়াতে সকলেই ভালবাসেন। অন্বেষাও ব্যতিক্রম নন। কিন্তু পছন্দের ডেস্টিনেশনে যদি পাহাড় এবং সমুদ্র অপশন থাকে? অন্বেষার কথায়, “আমি পাহাড়েও গিয়েছে, সমুদ্রেও গিয়েছি। কিন্তু সমুদ্র পছন্দ। কারণ সমুদ্রের পাড়ে দাঁড়ালে যেন হারিয়ে যাই।”

এ বার আসা যাক, বিয়ের প্রসঙ্গে। ‘ঊর্মি’কে বহু অনুরাগীর পছন্দ। কিন্তু ‘ঊর্মি’ তথা অন্বেষার মনের মানুষ কে? স্পষ্ট বললেন, “মানুষ নিজে নিজেকে চেনে বা বোঝে কম। কিন্তু এটুকু বুঝতে পেরেছি আমার দ্বারা খুঁজে প্রেম হবে না। আমার বাড়ির লোক বিয়ে দিয়ে দেবে, সেটাও জানি। আমার একা থাকতে প্রবলেম আছে, সেটাও একটা ব্যাপার। বাবা বিয়ে দিতে চাইলে বিয়ে করেও নেব। কিন্তু বাবাকে বলব, যাকেই ঠিক করো না কেন, আগে তার সঙ্গে একটু প্রেম করব। তারপর বিয়ে করব।” অভিনেত্রীর গভীর উপলব্ধি, “ভালবাসার মতো বিলাসিতা আর কিছু হয় না।”

বর্ধমানের অন্বেষা যোগমায়া দেবী কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। এর আগে ‘কাজললতা’, ‘বৃদ্ধাশ্রম’, ‘চুনি পান্না’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ‘ঠাকুমার ঝুলি’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’তে একটা করে গল্পে কাজ করেছিলেন। ‘এই পথ যদি না শেষ হয়’ তাঁর চতুর্থ ধারাবাহিক। প্রতি মুহূর্তে কাজ শেখার সুযোগ পাচ্ছেন বলে জানালেন।

আরও পড়ুন, প্রিয় বন্ধুর ৭০ বছরের জন্মদিন, কী ভাবে সেলিব্রেট করলেন সুস্মিতা?

আরও পড়ুন, Independence Day 2021: স্বাধীনতা দিবসের আগে দেখতে পারেন এই ছবিগুলি