গুলি করলেন কেআরকে, পুলিশের হাতে গ্রেপ্তার, কী কাণ্ড ঘটেছে জানেন?
অভিনেতা কামাল রশিদ খান, যিনি জনপ্রিয়ভাবে কেআরকে নামে পরিচিত, মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওশিওয়ারা অঞ্চলে এই মাসের শুরুতে ঘটে যাওয়া দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে ওশিওয়ারা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

অভিনেতা কামাল রশিদ খান, যিনি জনপ্রিয়ভাবে কেআরকে নামে পরিচিত, মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওশিওয়ারা অঞ্চলে এই মাসের শুরুতে ঘটে যাওয়া দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে ওশিওয়ারা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
জোন ৯-এর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দীক্ষিত গেদাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে কেআরকে স্বীকার করেছেন, তিনি তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছুটে যায়। পুলিশ জানিয়েছে, অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
ঘটনাটি ঘটে ১৮ জানুয়ারি, যখন ওশিওয়ারার নালন্দা সোসাইটিতে দুটি গুলি ছোড়া হয়। একটি গুলি দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, যা একজন লেখক-পরিচালকের মালিকানাধীন, এবং আরেকটি গুলি চতুর্থ তলায় পাওয়া যায়, যেখানে একজন মডেলের বাসস্থান রয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। ওশিওয়ারা থানার সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় চাভানের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল এবং একাধিক ক্রাইম ব্রাঞ্চ টিম এই ঘটনার তদন্তে নামে।
প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ থেকে কোনও সূত্র পাওয়া যায়নি। তবে পরবর্তীতে ফরেন্সিক তদন্তে ইঙ্গিত মেলে যে গুলি কেআরকের বাংলো থেকেই ছোড়া হয়ে থাকতে পারে, যার ফলে তদন্তকারীরা তাঁকেই প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। কেআরকে এমনিতে বলিউডে হিট পাননি কোনওদিন। বলিউডের তাবড় তারকাদের টুইটারে আক্রমণ করতে দেখা যায় তাঁকে। অভিনেতা হওয়ার পাশাপাশি তাবড় তারকাদের ছবির রিভিউ দিতেন তিনি। কিন্তু এই ঘটনার পর চেনা ছন্দেই কাজ চালিয়ে যেতে পারবেন কিনা কেআরকে, সেটাই দেখার।
