Trina Saha: রটনাই সত্যি, অকালমৃত্যু ‘বালিঝড়’-এর, দায়ী কে?

Trina Saha: জল্পনা চলছিলই... অবশেষে সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। বন্ধ হয়ে যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক বালিঝড়। ওই ধারাবাহিকের মেয়াদ আর মাত্র তিন দিন।

Trina Saha: রটনাই সত্যি, অকালমৃত্যু 'বালিঝড়'-এর, দায়ী কে?
অকালমৃত্যু 'বালিঝড়'-এর, দায়ী কে?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 9:27 PM

জল্পনা চলছিলই… অবশেষে সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। বন্ধ হয়ে যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক বালিঝড়। ওই ধারাবাহিকের মেয়াদ আর মাত্র তিন দিন। নিজের সামাজিক মাধ্যমেই এই খবর শেয়ার করেছেন ধারাবাহিকটির মুখ্য চরিত্রে থাকা তৃণা সাহা। ইন্দ্রাশিস ও কৌশিকের সঙ্গে এক ফ্রেমে এক ছবি শেয়ার করে তৃণা লেখেন, “শেষ চার এপিসোড”। সঙ্গে লেখেন, “হ্যাপি এন্ডিং”। তৃণার এই পোস্ট দেখে রীতিমতো ক্ষোভ নেটপাড়ায়। রটনা যে এভাবে সত্যি হয়ে যাবে, ভাবতেও পারেননি তৃণা ভক্তদের একাংশ। রাগ গিয়ে পড়েছে আবার ‘গাঁটছড়া’র উপর। কেন ওই ধারাবাহিককে শেষ না করে মাত্র ৭০টি পর্বেই ইতি হচ্ছে এই ধারাবাহিকের? প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রসঙ্গত, আজ আবার প্রকাশ্যে এসেছে টিআরপির তালিকা। সেখানেও বালিঝড়ের অবস্থা বেশ খারাপ। গত সপ্তাহের থেকেও নম্বর কমেছে ওই ধারাবাহিকের। পেয়েছে ২.৯।

যে আশা নিয়ে এই ধারাবাহিক তৈরি হয়েছিল, সেই আশা অনুযায়ী যে এই ধারাবাহিক পারফর্ম করতে পারেনি। যদি গ্রাফ দেখা যায়, কৌশিক ও তৃণার জুটি কিন্তু সুপারহিট ছিল একটা সময়। ‘খড়কুটো’ ধারাবাহিকে তাঁদের একসঙ্গে প্রথম নিয়ে আসেন লীনা গঙ্গোপাধ্যায়। সেই ধারাবাহিক প্রথম দিকে ছিল সুপারহিট। টিআরপিতে একটা দীর্ঘ সময় ওই ধারাবাহিক ধরে রেখেছিল প্রথম স্থানটি। কিন্তু এই ধারাবাহিকের ক্ষেত্রে সেই ম্যাজিক এখনও পর্যন্ত দেখা যায়নি। কিন্তু কেন? অনেকেই মনে করছেন, পুরনো জুটিকে ফের দেখতে মোটেও চাইছিলেন না নেটিজেন। সেই কারণেই হু হু করে কমেছে টিআরপি। আপাতত আর মাত্র তিন দিন। নতুন ধারাবাহিকে কবে ফিরে আসেন ওঁরা তিনজন, তা দেখতেই মুখিয়ে সকলে।