টলিউডেও করোনার হানা, এ বার আক্রান্ত শ্রুতি দাস
দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা ভরত কল, আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। আপাতত তাঁরা দু'জনেই গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। শুধু ভরত কল অথবা জয়শ্রীই নন, করোনায় আক্রান্ত হয়েছেন 'খড়কুটো' খ্যাত অনুশ্রী দাসও।
করোনার হানা এ বার টলিউডেও। আক্রান্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে চিকিৎসা। TV9 বাংলাকে শ্রুতি জানিয়েছেন, বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।
মঙ্গলবার ফেসবুকেও সে কথা জানিয়ে শ্রুতি লেখেন, “আমি কোভিড আক্রান্ত। গত ২ তারিখ থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা চলছে আমার। স্বাদ-গন্ধ পাচ্ছি না। শরীর দুর্বল।” একই সঙ্গে বিগত কয়েক দিন যে বা যারা শ্রুতির সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন নায়িকা। এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক ‘দেশের মাটি’তে অভিনয় করছেন শ্রুতি। আপাতত তাঁর আরোগ্য কামনায় সাধারণ থেকে সেলেবরা।
দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা ভরত কল, আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। আপাতত তাঁরা দু’জনেই গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। শুধু ভরত কল অথবা জয়শ্রীই নন, করোনায় আক্রান্ত হয়েছেন ‘খড়কুটো’ খ্যাত অনুশ্রী দাসও। তিনিও বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দেশের মাটি’ , ‘খড়কুটো’র প্রযোজক এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও।
দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লক্ষও। বলিউড যেন করোনার ‘আঁতুড়ঘর’। গত এক মাসে অক্ষয় কুমার থেকে আমির খান– করোনায় আক্রান্ত হয়েছেন তাবড় বলি সেলেবরা। গত বছরের মতো তবে কি শুটিংয়ের ক্ষেত্রেও নিয়ে আসা হবে কোভিড সংক্রান্ত সীমাবদ্ধতা? প্রশ্ন উঠছেই।