AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লকডাউনে সাধারণের পাশে থাকার চেষ্টা ভাস্বরের, শুটিং শুরুর পক্ষে সওয়াল

কালিম্পং থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এর জন্য সন্দীপ সরকার পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং করে ফেরার পরই লকডাউন হয়ে গিয়েছে বলে জানালেন ভাস্বর। তিনি মনে করেন, লকডাউন দ্রুত ইঠে যাওয়া দরকার।

লকডাউনে সাধারণের পাশে থাকার চেষ্টা ভাস্বরের, শুটিং শুরুর পক্ষে সওয়াল
ভাস্বর চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Updated on: May 22, 2021 | 6:53 PM
Share

২০১৭-এ প্রয়াত হন অভিনেতা (Actor) ভাস্বর চট্টোপাধ্যায়ের (Bhaswar Chatterjee) মা অপর্ণা চট্টোপাধ্যায়। ২০১৮-এ মায়ের নামে অপর্ণা ফাউন্ডেশন তৈরি করেন অভিনেতা। তখন থেকেই এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করেন তিনি। এ বার লকডাউনে সাধ্যমতো সাধারণের পাশে থাকার চেষ্টা করলেন ভাস্বর।

শনিবার নিউ আলিপুর এলাকায় বস্তিবাসী প্রায় ৮০ জন মানুষের দুপুরের খাবার ব্যবস্থা করলেন ভাস্বর। নিজে উপস্থিত থেকে সকলের হাতে খাবার তুলে দেন। ভাস্বর বললেন, “মায়ের নামে তৈরি অপর্ণা ফাউন্ডেশন থেকে কিছু কাজ করার চেষ্টা করি। আমফানের সময় সাহায্য পাঠিয়েছিলাম। গত বছর লকডাউনের সময়ও চেষ্টা করেছিলাম। আজ আমার পাড়ার কাছেই ৮০ জনের খাবার ব্যবস্থা করলাম। মাস্ক পরে, লাইনে দাঁড়িয়ে সুন্দর ভাবে সকলে সহযোগিতা করেছেন।”

কিছুদিন আগে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন ভাস্বর। সেখানে কাশ্মীরি ক্রিকেটার সইম মুস্তাফার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সইনের একটি এনজিও রয়েছে বলে জানালেন ভাস্বর। সেই এনজিওর কাজ তাঁর ভাল লেগেছে। আজ থেকে সেখানেও সাধ্যমতো সাহায্য পাঠাতে শুরু করলেন অভিনেতা। ভাস্বর শেয়ার করলেন, “আমি সইন ভাইয়ের এনজিওতে কিছু সাহায্য করতে চেয়েছিলাম। সেটা আজ থেকে শুরু করলাম। প্রতি মাসে অন্তত তিন-চার জনও তো খাবার পাবেন।”

কালিম্পং থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এর জন্য সন্দীপ সরকার পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং করে ফেরার পরই লকডাউন হয়ে গিয়েছে বলে জানালেন ভাস্বর। তিনি মনে করেন, লকডাউন দ্রুত ইঠে যাওয়া দরকার। ভাস্বরের কথায়, “লকডাউনে কাজ বন্ধ। ক’জন মানুষ পেট ভরে খেতে পারছেন? আমি লকডাউন উঠে যাওয়ার পক্ষে। বুঝতে পারছি সরকারেরও দায় রয়েছে। কিন্তু সব জায়গাতেই কম সংখ্যাক লোক নিয়ে কাজ শুরু হোক। ৪০ জন লোক নিয়েই শুটিং শুরু হোক না। অন্তত কিছু মানুষের তো সুবিধে হবে। আমাদের শুটিংয়ের লোকজন সকলে খুব ডিসিপ্লিনড। নিয়ম মেনে চলেন। কোনও অসুবিধে নেই।” পরিস্থিতি স্বাভাবিক হলে ফের টেলিভিশনে ফিরছেন বলে জানালেন অভিনেতা।

আরও পড়ুন, ‘কেমোথেরাপির দিন খুব কষ্ট পায়’, কিরণের লড়াই দেখে বললেন অনুপম