দেবলীনা বাড়ি না থাকলে গৌরব যা করেন…

গৌরবের স্ত্রী অর্থাৎ দেবলীনা কুমার। ফিটনেস নিয়ে দম্পতির অবসেশনের কথা টলি পাড়ার সকলেই জানেন।

দেবলীনা বাড়ি না থাকলে গৌরব যা করেন...
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 23, 2021 | 12:30 PM

সুদৃশ্য বাথটব। জল নেই। সেখানে রয়েছে একটি সাইকেল! হ্যাঁ, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) বাড়ির অবস্থা এখন ঠিক এমনই। এ ছবি তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। কিন্তু বাথটবের ভিতর সাইকেল কেন?

এই উত্তর লুকিয়ে রয়েছে ছবির ক্যাপশনে। গৌরব লিখেছেন, ‘যখন আমার স্ত্রী তার বাবা-মায়ের কাছে থাকে…’।

গৌরবের স্ত্রী অর্থাৎ দেবলীনা কুমার (Devlina Kumar)। ফিটনেস নিয়ে দম্পতির অবসেশনের কথা টলি পাড়ার সকলেই জানেন। পেশার খাতিরে ফিট থাকাটা দু’জনের কর্তব্য। কিন্তু শুধুমাত্র পেশাগত কারণ নয়। ফিট থাকা গৌরব-দেবলীনার যেন জীবনের মন্ত্র।

করোনা আতঙ্কের আগে নিয়মিত জিমে যেতেন গৌরব-দেবলীনা। তাঁদের ফিটনেসের বহু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। লকডাউনের জন্য জিম বন্ধ থাকায় তাঁরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। দুজনেই সাইক্লিং-এ দক্ষ। এই সাইকেলটি সম্ভবত দেবলীনার। তিনি বাড়ি না থাকায় তার জায়গা এখন বাথটব!

নেহাতই মজা করে এই পোস্ট শেয়ার করেছেন গৌরব। কমেন্টে দেবলীনার নানা ইমোশনের ইমোজি অন্তত তেমনই ইঙ্গিত করছে। অনুরাগীরাও যে মজা পেয়েছেন, তা সকলের হাসি ইমোজি দেখে বোঝা যাচ্ছে।

জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তে মথুরবাবুর চরিত্রে গৌরবের অভিনয় পছন্দ করেন দর্শক। অন্যদিকে রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে গতকাল থেকে দেখা যাচ্ছে দেবলীনা কুমারকে। তিনি সেখানে গুরুর ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন, ‘ওরা বাবাকে মেরে ফেলেছে’, হাসপাতালের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাবেন সম্ভাবনা