Bnegali TRP: সে কী! প্রথম দশে নেই ‘গৌরী এলো’, এসেই বাজিমাত ‘ফুলকি’র
Bnegali TRP: এই তো কয় দিন আগের কথা। টিআরপিতে প্রথম হয়েছিল যেই ধারাবাহিক সেই 'গৌরী এল'-ই প্রথম দশেই নেই! নতুন ধারাবাহিকের আগমনে স্লট বদল করা হয়েছিল ওই ধারাবাহিকের।
এই তো কয় দিন আগের কথা। টিআরপিতে প্রথম হয়েছিল যেই ধারাবাহিক সেই ‘গৌরী এল’-ই প্রথম দশেই নেই! নতুন ধারাবাহিকের আগমনে স্লট বদল করা হয়েছিল ওই ধারাবাহিকের। কিন্তু তার খেসারত যে এই ভাবে দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি ওই ধারাবাহিকের নির্মাতা। চ্যানেল টপার তো দূরের কথা, স্লট টপারও হতে পারল না ওই ধারাবাহিক। মাত্র ২.৯ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। অন্যদিকে শুরুতেই তাক লাগাল ‘ফুলকি’। দ্বিতীয় সপ্তাহে এই ধারাবাহিকে নম্বর গত সপ্তাহের থেকে আরও বাড়ল। তবে না এখনও ‘অনুরাগের ছোঁয়া’কে ছাপিয়ে যেতে পারেননি এই ধারাবাহিক। গত সপ্তাহ ওই ধারাবাহিক পেয়েছিল ৮.১। এই সপ্তাহেও ওই একই নম্বর পেয়েছে ওই ধারাবাহিকটি। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। পেয়েছে ৭.৪। তৃতীয় স্থানে রয়েছে, ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহের থেকে ওই ধারাবাহিকের নম্বর বেড়েছে। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৯। এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৩। তবে ‘ফুলকি’কে ছাপিয়ে যেতে পারেনি এই ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ‘বাংলা মিডিয়াম’, ‘রাঙা বউ’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। অষ্টম স্থানে রয়েছে ‘পঞ্চমী’। অন্যদিকে নবম ও দশম স্থানে রয়েছে ‘এক্কা দোক্কা’ ও ‘সোহাগজল’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৩ ও ৫.১। টিআরপির তালিকা বড়ই অদ্ভুত। আজ যে প্রথম কাল সে চলে যেতে পারে দশের বাইরে। এর জ্বলন্ত উদাহরণ ‘গৌরী এল’। আগামী দিনে ওই ধারাবাহিকের জন্য কী অপেক্ষা করছে, এখন সেটাই দেখার।
দেখে নেওয়া এক ঝলকে
প্রথম- অনুরাগের ছোঁয়া
দ্বিতীয়- ফুলকি
তৃতীয়- জগদ্ধাত্রী
চতুর্থ- নিম ফুলের মধু
পঞ্চম- বাংলা মিডিয়াম