Bengali Serial TRP: পয়েন্ট ওয়ানের গেরো, প্রথম স্থান থেকে ছিটকে গেল কোন ধারাবাহিক?

Bengali Serial TRP: আরও এক বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে এল টিআরপির তালিকা।

Bengali Serial TRP: পয়েন্ট ওয়ানের গেরো, প্রথম স্থান থেকে ছিটকে গেল কোন ধারাবাহিক?
প্রথম স্থান থেকে ছিটকে গেল কোন ধারাবাহিক?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 3:37 PM

আরও এক বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে এল টিআরপির তালিকা। গত সপ্তাহে টিআরপিতে যুগ্মভাবে প্রথম হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’। কী হল এই সপ্তাহে? ‘অনুরাগের ছোঁয়া’ নাকি ‘জগদ্ধাত্রী’ এই সপ্তাহের প্রথম হল কে? টিআরপির তালিকা বলছে, এই সপ্তাহের মাত্র পয়েন্ট একের জন্য প্রথম হওয়া হয়নি ‘জগদ্ধাত্রী’র। প্রথম স্থানে রাজত্ব ‘অনুরাগের ছোঁয়া’র- ই। ওই ধারাবাহিক পেয়েছে ৮.১। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.০। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘গৌরী এলো’। ওই ধারাবাহিক পেয়েছে ৭.২। আর চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। ওই ধারাবাহিক পেয়েছে ৭.১।

গত সপ্তাহের থেকে পয়েন্ট এক নম্বর কমেছে ওই ধারাবাহিকটির। আর পঞ্চম স্থানে? কোন ধারাবাহিক আছে জানেন? জায়গা করে নিয়েছে ‘পঞ্চমী’। সে পেয়েছে ৬,৫। আর ষষ্ঠ স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। রাঙা বউ ও বাংলা মিডিয়াম– এই দুই ধারাবাহিকই পেয়েছে ৬.৩। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ‘মেয়েবেলা’। সে পেয়েছে ৬.১। আর ওদিকে অষ্টম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। ‘খেলনা বাড়ি’ বেশ কিছুটা পিছিয়ে যাওয়ায় বেশ চিন্তায় ভক্তরা। অন্যদিকে মেয়েবেলার সাফল্য কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নবম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ ও এক্কা দোক্কা। আর একদা টপার ‘গাঁটছড়া’ রয়েছে দশম স্থানে। সে রয়েছে ৫.৩।

কিছুদিন আগেই শুরু হয়েছে ‘মুকুট’ ধারাবাহিকটি। ওই ধারাবাহিক গত সপ্তাহে পেয়েছিল ৪.১। অন্যদিকে এই সপ্তাহে ধারাবাহিকটি নম্বর আরও কমেছে। সে পেয়েছে ৩.৬। ‘মিঠাই’য়েরও নম্বর কমেছে। সে পেয়েছে ৪.৯। কিছু দিন ধরেই শোনা যাচ্ছে ‘বালিঝড়’ নাকি শেষ হতে চলেছে। ওই ধারাবাহিকের নম্বর বেশ কমেছে। সে পেয়েছে ২.৯। এই সপ্তাহে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। নেপথ্যে দায়ী করা যেতে পারে আইপিএলকে। অনেকেই মনে করছেন, সন্ধেবেলায় বাইশগজের দাপটের জন্যই কোনঠাসা সিরিয়াল। আগামী সপ্তাহে কী হবে, এখন সেটাই দেখার। ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?