AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রমজান মাসেই দুঃসংবাদ, পিতৃহারা হলেন হিনা খান

বাবার ভীষণই কাছের হিনা। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়ে বাবা-মেয়ের নানা ধরনের মিষ্টি মুহূর্ত। গত বছর হিনার এক ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।

রমজান মাসেই দুঃসংবাদ, পিতৃহারা হলেন হিনা খান
ফেলে আসা দিন।
| Updated on: Apr 20, 2021 | 8:12 PM
Share

আচমকাই দুঃসংবাদ অভিনেত্রী হিনা খানের বাড়িতে। রমজান মাসেই হারালেন বাবাকে। মঙ্গলবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হিনার বাবা। খবর পাওয়া মাত্রই মুম্বইয়ে উড়ে আসছেন তিনি। প্রসঙ্গত, অভিনেতা শাহির শেখের সঙ্গে এক মিউজিক ভিডিয়ো শুটের জন্য কাশ্মীর গিয়েছিলেন হিনা। সেখানেই এই দুঃসংবাদ।

বাবার ভীষণই কাছের হিনা। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়ে বাবা-মেয়ের নানা ধরনের মিষ্টি মুহূর্ত। গত বছর হিনার এক ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে হিনার বাবা তাঁর মেয়েকে বলেন, তিনি মেয়ের সমস্ত ক্রেডিট এবনফ ডেবিট কার্ড বন্ধ করে দিয়েছেন যাতে করে মেয়ে কিছুটা হলেও সঞ্চয় করতে পারে। বাবা-মেয়ের এই মিষ্টি ঝগড়া পছন্দ হয়েছিল নেটিজেনদেরও।

আরও পড়ুন- করোনায় প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা, অভিনয় করেছেন ‘সিম্বা’, ‘বাস্তব’ সহ জনপ্রিয় ছবিতে

বাবার সঙ্গে হিনা

এক সাক্ষাৎকারে হিনা একবার জানিয়েছিলেন, অভিনেত্রী হওয়ার জন্য তিনি যখন মুম্বইয়ে আসেন সে খবর বাড়িতে একমাত্র জানতেন তাঁর বাবাই। মা সহ পরিবারের অন্যান্যরা জানতেন তিনি দিল্লিতে রয়েছেন চাকরির সুবাদে। বাবা তাঁর কাছে ছিলেন এমনই ভরসার জায়গা। হিনা বলেছিলেন, “যখনই মা আমার উপর রেগে যায় আমি পুরো দোষ বাবার কাঁধে চাপিয়ে দিই।” এই চরম সময়ে হিনার মানসিক অবস্থা কী তা নিয়ে দুশ্চিন্তায় তাঁর ভক্তরা।