Sidharth-Shahrukh: আমি নোট করেছি সিদ্ধার্থ তুমি ভদ্র: শাহরুখ খান

স্বয়ং কিং খানের থেকে এই প্রশংসা শুনে কী করেছিলেন সিদ্ধার্থ?

Sidharth-Shahrukh: আমি নোট করেছি সিদ্ধার্থ তুমি ভদ্র: শাহরুখ খান
সিদ্ধার্থ শুক্লা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 1:52 PM

আজ রবিবার, ১২ ডিসেম্বর। ৪১ বছর আগে আজকের দিনেই জন্মেছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। একবার একটি নাচের শোতে এসে অভিনেতা সম্পর্কে কী বলেছিলেন শাহরুখ খান, চলুন জেনে নেওয়া যাক। ‘ঝলক দিখলা যা সিজন ৬’-এ অংশগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। অভিনেত্রী সানা সাঈদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই শোতেই এসেছিলেন শাহরুখ। সেই ২০১৩ সালের কথা। বাদশাহ দেখেছিলেন তাঁদের পারফরম্যান্স। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অন-স্ক্রিন কন্যা সানার সঙ্গে নেচেছিলেন সিদ্ধার্থ।

পারফরম্যান্স দেখার পর শাহরুখ সিদ্ধার্থ প্রসঙ্গে বলেছিলেন, “আমি নোট করে নিয়েছি, তুমি খুবই ভদ্র ও মার্জিত ছেলে সিদ্ধার্থ। তুমি আমার সামনে অভদ্রতা করোনি।” স্বয়ং কিং খানের থেকে এই প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ।

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো-এ সিদ্ধার্থ ও শেহনাজ গিলের কেমিস্ট্রি ভালবেসেছিলেন দর্শক। তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের নাম দিয়েছিলেন ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন শেহনাজ থেকে শুরু করে বলিউডে তাঁর অন্যান্য সহকর্মীরা। প্রসঙ্গত, সিদ্ধার্থের সঙ্গেই শেষবার টিভির পর্দায় এসেছিলেন শেহনাজ। এক রিয়ালিটি শো’র বিশেষ অতিথি হয়ে এসেছিলেন তাঁরা।

১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থর। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। মূলত এলাহাবাদের মানুষ তাঁরা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তীকালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজ়াইনিংয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল।

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Shubhasree Ganguly: রবিবারের সকালে ছেলেকে নিয়ে কী করলেন শুভশ্রী? ভাইরাল ছবি