Dibyojyoti Dutta: ‘আমার মধ্যে হিংসা নামের অনুভূতি জায়গা পায় না’, অর্জুন প্রসঙ্গে হঠাৎ এ কী কথা দিব্যজ্যোতির?

Sneha Sengupta |

Nov 21, 2023 | 3:50 PM

Dibyojyoti-Arjun: ১১ মাস ধরে টিআরপি তালিকায় এক নম্বরে ছিল এই ধারাবাহিক (সম্প্রতি নম্বর কমেছে)। এই অবস্থায় অর্জুনের আগমন ঘটায় অনেকেই অবাক হয়েছেন। অর্জুন যদিও জানিয়েছেন, সিনেমা, ওয়েব সিরিজ়, সিরিয়াল—সব মাধ্যমেই কাজ করতে তিনি স্বচ্ছন্দ্য। তবে নায়ক উপস্থিত থাকতে ধারাবাহিকে বড় পর্দার নায়কের 'এন্ট্রি' কতখানি জ্বালা ধরাচ্ছে, প্রথম নায়কের মনে? দিব্যজ্যোতি দত্তকে প্রশ্ন করেছিল TV9 বাংলা।

Dibyojyoti Dutta: ‘আমার মধ্যে হিংসা নামের অনুভূতি জায়গা পায় না’, অর্জুন প্রসঙ্গে হঠাৎ এ কী কথা দিব্যজ্যোতির?
দুই অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অর্জুন চক্রবর্তী।

Follow Us

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আগমন ঘটেছে বড়পর্দার তারকা অর্জুন চক্রবর্তীর। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্জুন। একই ধারাবাহিকে নায়কের চরিত্র দেখা যায় দিব্যজ্যোতি দত্তকেও। ১১ মাস ধরে টিআরপি তালিকায় এক নম্বরে ছিল এই ধারাবাহিক (সম্প্রতি নম্বর কমেছে)। এই অবস্থায় অর্জুনের আগমন ঘটায় অনেকেই অবাক হয়েছেন। অর্জুন যদিও জানিয়েছেন, সিনেমা, ওয়েব সিরিজ়, সিরিয়াল—সব মাধ্যমেই কাজ করতে তিনি স্বচ্ছন্দ্য। তবে নায়ক উপস্থিত থাকতে ধারাবাহিকে বড় পর্দার নায়কের ‘এন্ট্রি’ কতখানি জ্বালা ধরাচ্ছে, প্রথম নায়কের মনে? দিব্যজ্যোতি দত্তকে প্রশ্ন করেছিল TV9 বাংলা।

২০১০ সালে ‘গানের ওপারে’ মেগা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন সব্যসাচী চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র অর্জুন চক্রবর্তী। ঋতুপর্ণ ঘোষের লেখনীতে তৈরি সেই ধারাবাহিকে বাউন্ডুলে গায়ক গোরার চরিত্রে দেখা গিয়েছিল অর্জুনকে। তাতে অভিনয় করার পর ‘বাপি বাড়ি যা’ ছবিতে অভিনয় করেন অর্জুন। পা রাখেন বড় পর্দায়। ব্যোমকেশ-নির্ভর গল্পে তৈরি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন অর্জুন। ‘চিরদিনই তিনি তুমি যে আমার টু’ ছবিতে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন আরও বেশি। সেই অর্জুনকে ‘জামাই রাজা’ ধারাবাহিকে দেখা যায় নায়কের চরিত্রে। তারপর দীর্ঘ গ্যাপ। ফের সিরিয়ালের পর্দায় আবির্ভুত হলেন অর্জুন।

এই ঘটনাটি দিব্যজ্যোতির কেমন লাগছে? এতদিন তিনি নায়ক হিসেবে সম্পূর্ণ লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। অর্জুন আসায় কতখানি আলো সরল দিব্যজ্যোতির উপর থেকে? বিষয়টাকে একেবারেই খারাপ চোখে দেখছেন না অভিনেতা। তিনি বলেছেন, “আমার মধ্যে কোনও ইগো নেই। আর ইগো নেই বলেই আমার মধ্যে হিংসা নামের অনুভূতি জায়গা পায় না। অর্জুনদাকে আমি প্রচণ্ড ভালবাসি। তিনি যখন ‘গানের ওপারে’ ধারাবাহিককে অভিনয় করতেন, আমি স্কুলে পড়তাম। এই সিরিয়ালটি বাংলা টেলিভিশনের সম্পদ। আর অর্জুনদা আমার অনুপ্রেরণা।”

কথা বলতে-বলতে মেকআপ-রুমের কিছু কথা শেয়ার করলেন দিব্যজ্যোতি। বলেন, “এখনও পর্যন্ত আমার সঙ্গে অর্জুনদার একটাও সিন হয়নি। কারণ, ধারাবাহিকে সূর্যের সঙ্গে এখনও দেখাই হয়নি অর্জুনদার চরিত্রটার। কিন্তু মেকআপ রুমে মেকআপ করতে-করতে আমাদের মধ্যে ভাই-দাদার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি অনেক কিছু জানেন। আমি প্রতিদিন তাঁর থেকে অনেক কিছু শিখি। অর্জুনদা ভীষণ ফিল্ম বাফ। সারাদিনই ছবি দেখেন। বিদেশি ছবি তাঁর অত্যন্ত প্রিয়। এই আলোচনাগুলো করতে-করতে আমি রিক্ত হচ্ছি।” অর্জুনের প্রসঙ্গে কথা থামে না সব্যসাচীর, “বড়দের কাছ থেকে ছোটরা এটাই তো শেখে। আর যদি পর্দার কথা বলেন, আমার মা বলেছে, কখনও হিংসা করবি না। হিংসা করলে বড় হতে পারবি না। আমি আমার জায়গায়। অর্জুনদা অর্জুনদার জায়গায়। দু’জনেই দারুণ অভিনয় করলে সিরিয়াল এগিয়ে যাবে আগের জায়গায়। দেখলেন না, একসঙ্গে ভাল পারফর্ম করলে ম্যাচ জেতা যায় (বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে)? ব্যক্তি পারফরম্যান্সে সেটা সব সময় সম্ভব হয় না। সিরিয়ালের ক্ষেত্রেও তাই। সকলের সম্মিলিত ভাল কাজেই আমাদের ‘অনুরাগের ছোঁয়া’ হয়তো টিআরপি তালিকায় আগের জায়গা ফিরে পাবে।”

Next Article