প্রতিযোগীদের খারাপ লাগবে এমন মন্তব্য বিচারকরা করতে চান না: জাভেদ আলি
Indian Idol 12: বিভিন্ন রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত জাভেদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, আজ পর্যন্ত কোনও শো-এ নির্মাতারা তাঁর সিদ্ধান্তের উপর কোনও কিছু জোর করে চাপিয়ে দেননি। ফলে সব সময়ই সৎ থেকে প্রতিযোগীদের বিচার করতে পেরেছেন তিনি।
জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২তম সিজন নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। অমিত কুমারকে সমর্থন করে কোনও কোনও শিল্পী জানিয়েছিলেন, নির্মাতারা আগে থেকেই বিচারকদের বলে দেন, প্রতিযোগীদের গান ভাল লাগুক বা না লাগুক, প্রশংসা করতেই হবে। আবার কেউ কেউ সে মতের বিরোধিতা করেছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল এক নতুন নাম। এই বিতর্কে মুখ খুললেন গায়ক তথা মিউজিক কম্পোজার জাভেদ আলি।
বিভিন্ন রিয়ালিটি শোয়ের সঙ্গে যুক্ত জাভেদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, আজ পর্যন্ত কোনও শো-এ নির্মাতারা তাঁর সিদ্ধান্তের উপর কোনও কিছু জোর করে চাপিয়ে দেননি। ফলে সব সময়ই সৎ থেকে প্রতিযোগীদের বিচার করতে পেরেছেন তিনি।
সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে জাভেদ বলেন, “এটা ঠিক যে এই ধরনের রিয়ালিটি শো-এ দর্শক বিনোদন পছন্দ করেন। প্রতিযোগীদের লাইফস্টাইল সম্পর্কে জানতে আগ্রহী হন। আবার আমি নিজেও আমার স্ট্রাগলের কথা রিয়ালিটি শো-এ বলেছি। এর একটা অন্য দিকও রয়েছে। আমার তো মনে হয় না, প্রতিযোগীদের খারাপ লাগবে, এমন কোনও মন্তব্য বিচারকরাও করতে চান না। আমি নিজে বিচারক হলেও তা চাইব না। আমি অন্তত সব সময়ই যেটা মনে হয়েছে, সেটা বলেছি।”
কিছুদিন আগে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি পরে জানান, প্রতিযোগীদের পারফরম্যান্স ভাল না লাগলেও নির্মাতাদের নির্দেশ মতো প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। কারণ উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তিনি ওই শোয়ে হাজির ছিলেন। এর পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়।
আরও পড়ুন, ‘আমার ভালবাসা, আমার বাসুদেব’, কার জন্য লিখলেন মধুবনী?