‘আমার ভালবাসা, আমার বাসুদেব’, কার জন্য লিখলেন মধুবনী?
Madhubani Goswami: দিনের বেশিরভাগ সময়টাই অভিনেত্রীর কাটছে ছেলেকে নিয়ে। তবে অনুরাগীদেরও তিনি বঞ্চিত করছেন না।
তিন মাস পেরিয়ে এলেন মধুবনী গোস্বামী। মা হওয়ার তিন মাস। এই তিন মাসে জীবন একেবারে বদলে গিয়েছে। ছেলে কেশব এখন তাঁর জীবন জুড়ে। ছেলের তিন মাস বয়স এখন। সেই উপলক্ষ্যে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। মধুবনী লিখেছেন, ‘হ্যাপি থ্রি মান্থস্… আমার ভালবাসা, আমার বাসুদেব’।
দিনের বেশিরভাগ সময়টাই অভিনেত্রীর কাটছে ছেলেকে নিয়ে। তবে অনুরাগীদেরও তিনি বঞ্চিত করছেন না। মাঝেমধ্যেই ছেলের ছবি শেয়ার করছেন সোশ্যাল ওয়ালে। তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখা যায়নি কোনও ছবিতে। মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। ছেলে কেশবের নামেও সেই ছোঁয়া রয়েছে। পাশাপাশি নিজস্ব বিউটি পার্লার রয়েছে মধুবনীর। অভিনয়ের পাশাপাশি নিজস্ব এই ব্যবসা শুরু করেছেন কয়েক মাস আগে। সে কাজও সামলাচ্ছেন একা হাতেই। সহকর্মীরা তাঁকে সাহায্য করেন বটে। তবে দেখভালের পুরো দায়িত্ব নিজেই নিয়েছেন তিনি।
View this post on Instagram
‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। কেশব একটু বড় হয়ে গেলে ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।
আরও পড়ুন, ভিন্ন ধারার তথ্যচিত্র ‘ফ্রম দ্য প্লে গ্রাউন্ড টু কম্পিউটার’ নির্মাণে লোপামুদ্রা, সুজয়প্রসাদ প্রমুখ